২০ মে ২০২৫, মঙ্গলবার, ০৪:৫৫:২২ অপরাহ্ন
দূর্গাপুরে ট্রাক্টরচাপায় স্কুলছাত্র নিহত
  • আপডেট করা হয়েছে : ৩১-০৭-২০২২
দূর্গাপুরে ট্রাক্টরচাপায় স্কুলছাত্র নিহত

 রাজশাহীর দুর্গাপুর পৌর এলাকায় ট্রাক্টরচাপায় সালমান হোসেন (১২) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। শনিবার সকালে পৌর এলাকার দেবিপুর-শ্যামপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইকেল আরোহী স্কুলছাত্র দেবিপুর গ্রামের রহিদুল ইসলামের ছেলে। সে শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

রহিদুল ইসলাম জানান, সালমান শনিবার সকালে সাইকেল নিয়ে বের হয়। বাড়ি থেকে কিছু দূরে দেবিপুর কলেজের সামনে একটি মাটিবাহী ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে সালমান ঘটনাস্থলেই নিহত হয়। চালক পালিয়ে গেলেও এলাকাবাসী ট্রাক্টরটি আটক করেন।

দুর্গাপুর থানার ওসি নাজমুল হক বলেন, ট্রাক্টরচাপায় একজন শিশু মারা গেছে। ঘাতক ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। স্কুলছাত্রের লাশ দাফনের জন্য পরিবারকে অনুমতি দেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন