২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১০:৩৫:৪৭ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় বজ্রপাতে ৪ জনের মৃত্যু
  • আপডেট করা হয়েছে : ০৩-০৭-২০২৩
চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় বজ্রপাতে ৪ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে আলাদা বজ্রপাতের ঘটনায় তিন উপজেলায় তিন জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে সাতটা থেকে সকাল ৯টার মধ্যে বজ্রপাতে এ মৃত্যুর ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জামতলা এলাকায় ধানের জমিতে কাজ করার সময় বজ্রপাতে মারা যান ওমর আলী নামে এক কৃষক। তিনি ভোলাহাট উপজেলার বাসিন্দা।


অন্যদিকে, সকালে গোমস্তাপুর উপজেলার রতনপুর পৌর এলাকার প্রসাদপুর গ্রামে নিজ বাড়িতে বজ্রপাত হলে গুরুতর আহত হন শরিফুল ইসলাম। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


একই সময় ভোলাহাট উপজেলার দলদলি ইউনিয়নের মুশরিভুজা গ্রামে জমিতে কাজ করার সময় আনোয়ার হোসেন নামে এক কৃষক বজ্রপাতে মারা যান।


চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন আলী, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা আলদা এ তিনটি বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।


এদিকে, নওগাঁর পোরশায় নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জব্বার (৩৮) নামের এক জেলের মৃত্যু হয়েছে। সোমবার (৩ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার পুনর্ভবা নদীতে এ ঘটনা ঘটে।


পোরশা থানার ওসি জহুরুল ইসলাম জানান, ভোর থেকে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যে জব্বার পুনর্ভবা নদীতে নৌকা নিয়ে মাছ ধরতে যান। বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলে মারা যান। পরে স্বজনরা মরদেহ বাড়ি নিয়ে যায়।


শেয়ার করুন