২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ০৬:২৩:৩৬ অপরাহ্ন
দনেৎস্কে রুশ ও ইউক্রেনের সেনার তীব্র লড়াই
  • আপডেট করা হয়েছে : ০৩-০৭-২০২৩
দনেৎস্কে রুশ ও ইউক্রেনের সেনার তীব্র লড়াই


দনেৎস্ক ও লুহানস্কের দখল নিয়ে ইউক্রেন ও রাশিয়ার সেনার তীব্র লড়াই চলছে। কিয়েভের দাবি, তারা কিছুটা এগোতে পেরেছে।


ইউক্রেনের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী জানিয়েছেন, পূর্ব ইউক্রেনে এখন প্রবল সংঘর্ষ চলছে। রাশিয়া কিছু জায়গায় এগোনোর চেষ্টা করছে, তারা কিছুটা এগিয়েছেও। আর বাখমুতে লড়াইয়ে আংশিক সাফল্য পেয়েছে ইউক্রেনের বাহিনী।


দনেৎস্ক ও লুহানস্কে ইউক্রেনের বাহিনী পাল্টা আক্রমণে গেছে। এর ফলেই রুশ সেনার সঙ্গে তাদের তীব্র লড়াই হচ্ছে।


ক্র্যামাতোর্স্কের রেস্তোরাঁয় রাশিয়ার ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছিল। তাতে আহত হয়েছিলেন ইউক্রেনের লেখিকা ভিক্টোরিয়া অ্যামেলিনা। নিপ্রোর হাসপাতালে তিনি মারা গেছেন। লেখার জন্য তিনি বেশ কিছু পুরস্কারও পেয়েছেন।


আগামী সপ্তাহ শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউরোপের তিন দেশ সফর করবেন। তিনি লিথুয়ানিয়ায় ন্যাটোর শীর্ষ বৈঠকেও যোগ দেবেন।


তারপর তিনি ফিনল্যান্ড ও যুক্তরাজ্যে যাবেন। তার আগে সুইডেনের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর করবেন। তার সঙ্গে সুইডেনের ন্যাটোয় যোগ দেয়ার বিষয়টি নিয়ে বাইডেন আলোচনা করবেন।


শেয়ার করুন