২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ০৪:০৫:৩২ অপরাহ্ন
শিক্ষকতার পাশাপাশি গাঁজা চাষে বাড়তি আয়ের পথ খুঁজছিলেন তিনি
  • আপডেট করা হয়েছে : ২৫-০৭-২০২৩
শিক্ষকতার পাশাপাশি গাঁজা চাষে বাড়তি আয়ের পথ খুঁজছিলেন তিনি

একসময় ইয়াবা সেবন করতেন। এতে টাকা খরচ হতো বেশি। খরচ কমাতে শুরু করেন গাঁজা সেবন। মাথায় চেপে বসে গাঁজাও তো কিনে সেবন করতে হয়। যদি গাছই লাগানো যায়! এতে নিজের চাহিদা যেমন পূরণ হবে তেমনি বিক্রি করে বাড়তি আয় করা যাবে। এমন পরিকল্পনা থেকেই বাড়ির পাশের বাগানের মধ্যে গাঁজার গাছ রোপণ করেন নবুয়াত হোসেন (২৩)। 


গত রোববার সন্ধ্যায় গাঁজাসহ তাঁকে আটকের পর এমন তথ্য পুলিশকে জানায় নবুয়াত হোসেন। তিনি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার বরইতলি মধ্যপাড়া গ্রামের মৃত সাইফুল ইসলাম তালুকদারের ছেলে। 


ওসি বলেন, নবুয়াত হোসেন এক সময় কাজীপুর উপজেলা আদর্শ একাডেমিতে খণ্ডকালীন শিক্ষকতা করতেন। সেখান থেকে তাঁকে বের করে দেওয়া হয়। পরে অন্য একটি প্রাইভেট স্কুলে শিক্ষকতা শুরু করেন। তিনি একটি কলেজের সম্মান তৃতীয় বর্ষের ছাত্রও। অধিক লাভের আশায় গাঁজা চাষ শুরু করেন। বাড়ির পাশের বাগানে গাঁজা গাছ লাগিয়ে ঝাউগাছ দিয়ে আড়াল করে রাখতেন। জব্দ ১০ ফুট উচ্চতার গাঁজার গাছটির ওজন প্রায় সাড়ে চার কেজি। 


ওসি আরও বলেন, গতকাল গোপন সংবাদে অভিযান চালিয়ে বাড়ির পাশ থেকে গাঁজার গাছসহ তাঁকে আটক করা হয়েছে। আজ সকালে তাঁকে জেলে পাঠানো হয়েছে।


শেয়ার করুন