০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ০৯:২১:৪৮ অপরাহ্ন
কিয়েভে ‘টমাহক’ ক্ষেপণাস্ত্র পাঠানোর ইঙ্গিত যুক্তরাষ্ট্রের, সতর্ক করলেন পুতিন
  • আপডেট করা হয়েছে : ০৫-১০-২০২৫
কিয়েভে ‘টমাহক’ ক্ষেপণাস্ত্র পাঠানোর ইঙ্গিত যুক্তরাষ্ট্রের, সতর্ক করলেন পুতিন

ইউক্রেনকে 'টমাহক' ক্ষেপণাস্ত্র দেওয়ার সম্ভাব্য মার্কিন সিদ্ধান্ত মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে সম্পর্কের ইতিবাচক ধারাকে নষ্ট করতে পারে বলে সতর্ক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।


রোববার (৫ অক্টোবর) এক প্রতিবেদনে বার্তা সংস্থা তাস জানিয়েছে, ভিজিটিআরকে সংবাদমাধ্যমের প্রতিবেদক পাভেল জারুবিনকে দেওয়া এক মন্তব্যে পুতিন এ মন্তব্য করেছেন।


রুশ নেতা বলেন, 'এই (কিয়েভে টমাহক ক্ষেপণাস্ত্র পাঠানোর সম্ভাব্য) সিদ্ধান্ত আমাদের সম্পর্ক নষ্ট করে দেবে, অথবা অন্তত আমাদের সম্পর্কের উদীয়মান ইতিবাচক প্রবণতাকে নষ্ট করে দেবে।'


গত বৃহস্পতিবার ভালদাই ডিসকাশন ক্লাবের পূর্ণাঙ্গ অধিবেশনে দেওয়া বক্তৃতার ওপর মন্তব্য করতে গিয়ে পুতিন আরও জানান, তিনি পরিস্থিতির একটি সৎ পর্যালোচনা দিয়েছেন। এর প্রতি মস্কো কীভাবে প্রতিক্রিয়া জানাবে, তা রাশিয়ার প্রতিপক্ষদের (পশ্চিমা নেতারা) ওপর নির্ভর করে।


মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্ডসে ২৮ সেপ্টেম্বর নিশ্চিত করেছেন, ওয়াশিংটন ইউক্রেনের জন্য পরবর্তী চালানে অন্যান্য ন্যাটো দেশগুলোকে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহের কথা বিবেচনা করছে। তার মতে, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


শেয়ার করুন