২৫ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ১১:৪২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
এমটিএফই কেলেঙ্কারি: দায় কার রাজশাহী ও নওগাঁর ২ গ্রামে যাচ্ছে শহরের সুবিধা বিশ্বে খাদ্য মূল্যস্ফীতি কমলেও দেশে বাড়ছে নির্বাচনে বিএনপি আসুক বা না আসুক—বিকল্প রেখে আওয়ামী লীগের ভোটের ছক রাজশাহীতে 'আইসিটি ইন এডুকেশন লিটারেসি ট্রাবলস্যুটিং ও মেইনটেনেন্স 'বিষয়ক ১০ দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী বেনাপোল কাস্টমসের ১৯ কেজি সোনা চুরি: সাক্ষ্য গ্রহণেই আটকা বিচার ২০৪০ সালে শীর্ষ ২০ অর্থনীতির একটি হবে বাংলাদেশ আ.লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের বিলবোর্ড ব্যানার খুলে ফেলার অভিযোগ এবার সত্যিই মারা গেছেন বাংলাদেশের সাবেক কোচ হিথ স্ট্রিক ১৭ ব্যাংককে ৫০ হাজার কোটির বিশেষ সুবিধা
দিল্লিতে কার পার্কিং লটে ভয়াবহ আগুন
  • আপডেট করা হয়েছে : ০৮-০৬-২০২২
দিল্লিতে কার পার্কিং লটে ভয়াবহ আগুন

ভারতের রাজধানী দিল্লির জামিয়া নগরে একটি ইলেক্ট্রিক গাড়ি পার্কিং লটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মুহূর্তে তা ছড়িয়ে পড়ে। দমকলের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। খবর আনন্দবাজার পত্রিকার।

বুধবার ভোর ৫টার দিকে জামিয়া নগরের ওই ইলেক্ট্রিক গাড়ির পার্কিং লটে লাগে। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এতে পুড়ে ছাই হয়ে গেছে অন্তত ১০টি ইলেক্ট্রিক গাড়ি, একটি বাইক, দু’টি স্কুটি এবং ৩০টি নতুন ই-রিকশা।

এছাড়া আরও অন্তত ৫০টি ই-রিকশার কিছু অংশ পুড়ে গেছে। আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি বলে দমকল কর্মীরা জানিয়েছেন।

তবে, কী ভাবে আগুন লাগল তা এখনও পরিষ্কার নয়। সম্প্রতি দিল্লিতে পর পর কয়েকটি অগ্নিকাণ্ড ঘটেছে।

গত মাসে একটি বাণিজ্যিক ভবনে আগুন লেগে দগ্ধ হয়ে মৃত্যু হয় ২৭ জনের। আহত হন আরও অনেকে। সেই ঘটনার রেশ মিটতে না মিটতেই আবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো।

শেয়ার করুন