০৬ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ১২:৪৪:১০ অপরাহ্ন
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নওগাঁ ডিবির ওসি নিহত, স্ত্রী আহত
  • আপডেট করা হয়েছে : ০৬-০৯-২০২৫
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নওগাঁ ডিবির ওসি নিহত, স্ত্রী আহত

গাজীপুরে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজ হাসান (৫২) নিহত হয়েছেন। এ সময় তার স্ত্রী লতিফা জেসমিন গুরুতর আহত হয়েছেন।


শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে গাজীপুর মহানগরীর  জেলা পুলিশ লাইনের সামনে ঢাকা-জয়দেবপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।


সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, নিহত ওসি তার প্রাইভেটকারটি রেখে পুলিশ লাইনে প্রবেশ করেন। পরে রাস্তা পার হওয়ার সময় শিববাড়ি থেকে কাপাসিয়া টোক গামী 'পথের সাথী' পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। তিনি গুরুতর আহত হন।


পুলিশ ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  এ সময় নিহতের স্ত্রী লতিফা জেসমিনও গুরুতর আহত হন। প্রাথমিক চিকিৎসার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


নিহতের ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


শেয়ার করুন