৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১১:২৭:২৯ অপরাহ্ন
আরও ৩ দিন থাকবে এমন বৃষ্টি, দিনের তাপমাত্রা কমবে
  • আপডেট করা হয়েছে : ১৩-০৮-২০২৩
আরও ৩ দিন থাকবে এমন বৃষ্টি, দিনের তাপমাত্রা কমবে

রাজধানীতে আজ রোববার সকাল থেকে ঝরছে বৃষ্টি। এমন বৃষ্টিতে ভোগান্তিতে পড়তে হয়েছে সকালে কাজে বের হওয়া নগরবাসীকে। সারা দেশেই আজ বৃষ্টি অব্যহত থাকতে পারে। কোথাও হালকা ও মাঝারি, আবার কোথাও ভারী বর্ষণ হতে পারে। আজ রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


উপপরিচালকের পক্ষে আবহাওবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে—রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।


পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। 


পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা সামান্য পরিবর্তন হতে পারে।


গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাজারহাটে ১২৬ মিলিমিটার। গতকাল দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঈশ্বরদীতে ৩৫, সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুতুবদিয়া ২৩ ডিগ্রি সেলসিয়াস।


শেয়ার করুন