০৭ এপ্রিল ২০২৫, সোমবার, ০৭:৪৯:২৬ অপরাহ্ন
ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে রাজশাহীসহ সারা দেশে প্রতিবাদের ঝড়
  • আপডেট করা হয়েছে : ০৭-০৪-২০২৫
ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে রাজশাহীসহ সারা দেশে প্রতিবাদের ঝড়

ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে আজ সোমবার রাজশাহীসহ দেশজুড়ে চলছে ‘নো ওয়ার্ক নো ক্লাস’ কর্মসূচি। সকাল থেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে ফিলিস্তিনের পতাকা নিয়ে জড়ো হয়ে গণহত্যার প্রতিবাদ জানাচ্ছেন। রাজশাহী নগরীর জিরোপয়েন্ট, রাজশাহী মেডিক্যাল কলেজ চত্তরসহ বিভিন্ন স্থানে হাজার হাজার শিক্ষার্থী ও সাধারণ মানুষ প্রতিবাদে রাস্তায় নেমে এসেছেন।


ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে কর্মসূচি পালন করছে ঢাকা মেডিক্যাল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। এ ছাড়া বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।


নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়ে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, দ্রুত ফিলিস্তিন ও ইসরায়েলের এই রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ করা হোক। আর যুদ্ধ বন্ধে বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।


এদিকে ফিলিস্তিনে ইসরায়েলি হামলা বন্ধের দাবিতে একই কর্মসূচিতে সংহতি জানিয়ে বিক্ষোভের ডাক দিয়েছে ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্রসংসদ, ছাত্রশিবিরসহ বিভিন্ন ছাত্রসংগঠন।


শেয়ার করুন