বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করার জন্য রওনা হয়েছেন। আজ শনিবার বেলা ১১টা ৪৩ মিনিটে বিএনপির ফেসবুক পেজ থেকে এই তথ্য জানানো হয়।
কবর জিয়ারত শেষে তারেক রহমান নির্বাচন কমিশনে গিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কার্যক্রমে অংশ নেবেন।
এরপর তিনি জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের খোঁজখবর নিতে রাজধানীর পঙ্গু হাসপাতাল পরিদর্শনে যাবেন বলে জানানো হলেও পরে সেই কর্মসূচি বাতিল করা হয়েছে।
কারণ, পঙ্গু হাসপাতালে জুলাই গণঅভ্যুত্থানের আহত না থাকায় উক্ত কর্মসূচি বাতিল করা হয়েছে।
প্রসঙ্গত, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিরাপত্তা ঝুঁকির পরও মাতৃভূমির টানে দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরেছেন। গত বৃহস্পতিবার তার স্বদেশে প্রত্যাবর্তন উপলক্ষে পেয়েছেন রাজসিক সংবর্ধনা। শুধু বিএনপির নেতাকর্মীরাই নয়, দল-মত, শ্রেণি-পেশা, ধর্ম-বর্ণ নির্বিশেষে সারা দেশের মানুষ তাকে মনের অন্তস্তল থেকে ভালোবাসায় বরণ করে নিয়েছেন।

