২০ মে ২০২৫, মঙ্গলবার, ০৫:৫২:১০ অপরাহ্ন
ডেঙ্গিতে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ৭ শতাধিক
  • আপডেট করা হয়েছে : ১৫-১০-২০২২
ডেঙ্গিতে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ৭ শতাধিক

দেশে ডেঙ্গি জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত ১৩ অক্টোবর ৮ জনের মৃত্যু হয়, যা চলতি বছর এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। নতুন আরও ৬ জনকে নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৯ জনে। 

গত ২৪ ঘণ্টায় আরও ৭৩৪ জন ডেঙ্গি আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সবমিলিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮৮৯ জনে।

শনিবার সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গি বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৪৬৮ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬৬ জন। সবমিলিয়ে বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ৯৯২ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ৮৯৭ জন।

এতে বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪ হাজার ৩২৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২১ হাজার ৩৪৮ জন।

শেয়ার করুন