২০ মে ২০২৫, মঙ্গলবার, ১২:০৮:৪২ অপরাহ্ন
বগুড়ার শেরপুরে ২৫ কেজি গাঁজাসহ ২ জন আটক
  • আপডেট করা হয়েছে : ০৮-০৬-২০২২
বগুড়ার শেরপুরে ২৫ কেজি গাঁজাসহ ২ জন আটক

বগুড়া শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের সীমাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে  ২৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলো মন্সিগঞ্জের গজারিয়া উপজেলা সদরের মৃত জালাল উদ্দিনের ছেলে মোঃ রুবেল (৩২) ও নারায়নগঞ্জের সদর উপজেলার মিজমিজি পূর্বপাড়া এলাকার আমিনুল হকের ছেলে আরিফ শেখ (৩৩)।

র‌্যাব সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগর রাত ১টার দিকে  র‌্যাব-১২ এর সদর কোম্পানীর একটি দল বগুড়ার শেরপুরে  ঢাকা-বগুড়া মহাসড়কের সীমাবাড়ী গ্রামের চামড়া গোদামের সামনে গোপন সাংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় তাহাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০৩ টি মোবাইল ফোন এবং নগদ ১,০৫০/-(এক হাজার পঞ্চাশ) জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বগুড়া শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন