০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:১৭:৫৪ অপরাহ্ন
গিলই ভাঙতে পারবে আমার বিশ্ব রেকর্ড, বলছেন লারা
  • আপডেট করা হয়েছে : ০৬-১২-২০২৩
গিলই ভাঙতে পারবে আমার বিশ্ব রেকর্ড, বলছেন লারা

রেকর্ড ভাঙা-গড়ার খেলা তো ক্রীড়াঙ্গনে খুবই পরিচিত ঘটনা। প্রতিদিনই কোনো না কোনো রেকর্ড ভেঙে গড়া হচ্ছে নতুন করে। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং কিংবদন্তি ব্রায়ান লারা মনে করেন, তাঁর রেকর্ডও অক্ষুণ্ন থাকবে না। 


শুভমান গিল গত কয়েক বছর আছেন ফর্মের তুঙ্গে। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—সব সংস্করণেই তিনি রানের বন্যা বইয়ে দিচ্ছেন। তিন সংস্করণে সেঞ্চুরির কীর্তি গড়ে রেকর্ড বইয়ে এ বছরই নাম লিখিয়েছেন তিনি। টেস্ট ক্যারিয়ারে সর্বোচ্চ ১২৮, ওয়ানডেতে ২০৮ ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ক্যারিয়ার-সেরা ১২৬—তিন সংস্করণেই সর্বোচ্চ রানের ইনিংস গিলের এ বছরই। যেখানে ওয়ানডে, টি-টোয়েন্টি-সাদা বলের ক্রিকেটের ক্যারিয়ার-সেরা ইনিংস খেলেন নিউজিল্যান্ডের বিপক্ষে। ওয়ানডেতে গিলের ২০৮ রান তাঁর লিস্ট ‘এ’ ক্যারিয়ারেরই সেরা ইনিংস। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের সেরা ইনিংস খেলেন ভারতীয় এই ব্যাটার। 


 স্বীকৃত টি-টোয়েন্টি ও প্রথম শ্রেণির ক্রিকেট—দুই সংস্করণেই গিলের সর্বোচ্চ ইনিংস তাঁর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও টেস্টের চেয়ে বেশি। ২০১৮ রঞ্জি ট্রফিতে পাঞ্জাবের হয়ে ২৬৮ রানের ইনিংসই তাঁর প্রথম শ্রেণির ক্রিকেটে এখন পর্যন্ত সর্বোচ্চ। আর স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১২৯ রানের ইনিংস খেলেন এ বছর আইপিএলে গুজরাট টাইটানসের হয়ে। অন্যদিকে প্রথম শ্রেণির ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ ৫০১ রানের ইনিংস লারা খেলেন ১৯৯৪ সালে ওয়ারউইকশায়ারের হয়ে। এরপর ২০০৪ সালে টেস্ট ইতিহাসের সর্বোচ্চ ৪০০ রানের ইনিংস লারা খেলেন ইংল্যান্ডের বিপক্ষে। দুটিতেই ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি ব্যাটার ছিলেন অপরাজিত। বহু বছর ধরে লারার এ দুই রেকর্ড অক্ষুণ্ন রয়েছে ঠিকই। তবে ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি ব্যাটারের মতে, তাঁর রেকর্ড ভাঙা গিলের পক্ষেই সম্ভব। ভারতীয় সংবাদমাধ্যমকে লারা বলেন, ‘গিল আমার দুটো রেকর্ডই ভাঙতে পারে। নতুন প্রজন্মের সবচেয়ে প্রতিভাবান ব্যাটার হচ্ছে গিল। আগামী বছরগুলোতে সে ক্রিকেটে রাজত্ব করবে। আশা করি, সে আরও বড় রেকর্ড ভাঙতে যাচ্ছে।’ 


মুম্বাইয়ের ওয়াংখেড়েতে শ্রীলঙ্কার বিপক্ষে ৮ রানের জন্য বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করতে পারেননি গিল। চোটে পড়ায় একই মাঠ মুম্বাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে সেঞ্চুরির সুযোগ হারিয়েছেন তিনি। তবে ২১১৮ রান করে আন্তর্জাতিক ক্রিকেটে এ বছর এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক গিল। ১৯৩৪ রান করে এই তালিকায় দ্বিতীয় তাঁরই স্বদেশি বিরাট কোহলি। এ ছাড়া ৩ সেঞ্চুরিতে ৮৯০ রান করে ২০২৩ আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন গিল। গিল প্রসঙ্গে লারা আরও বলেন, ‘বিশ্বকাপে গিল সেঞ্চুরি করতে পারেনি। তবে এখন পর্যন্ত যেসব ইনিংস সে (গিল) খেলেছে, সেগুলো দেখুন। সব সংস্করণেই তার সেঞ্চুরি রয়েছে। আইপিএলেও অনেক ম্যাচ জয়ী ইনিংস রয়েছে। আমি নিশ্চিত, ভবিষ্যতে সে অনেক আইসিসি টুর্নামেন্টের শিরোপা জিতবে।’


শেয়ার করুন