১৬ মার্চ ২০২৫, রবিবার, ১০:৩৫:০৫ অপরাহ্ন
রাজশাহীতে গৃহবধূকে নির্যাতন করে মুখে বিষ ঢেলে হত্যা
  • আপডেট করা হয়েছে : ১৬-০৩-২০২৫
রাজশাহীতে গৃহবধূকে নির্যাতন করে মুখে বিষ ঢেলে হত্যা

রাজশাহীর দুর্গাপুরে গৃহবধূ আফরিন আকতার বৃষ্টিকে নির্যাতন করে মুখে বিষ ঢেলে হত্যা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্তরা হলো তার স্বামী শহিনুর ইসলাম, শ্বশুর জলিল উদ্দীন, শ্বাশুড়ী ছানোয়ারা বিবি এবং ননদ শ্যামলী খাতুন।


ঘটনাটি ঘটেছে গত শুক্রবার বিকেলের দিকে দুর্গাপুর উপজেলার আনোলিয়া গ্রামে। আফরিন আকতার বৃষ্টির চাচা নাজমুল হুসাইন জানান, শুক্রবার বিকেলে তিনি জমিতে আলু তোলার কাজ করছিলেন, এমন সময় তার ভাতিজি আফরিন ফোন করে তাকে জানান, “চাচা, আমাকে বাঁচান, আমাকে মারধর করছে এবং বিষ খাইয়ে দিবে।” এরপর, তিনি তৎক্ষণাৎ পাশের বাড়িতে ফোন দেন। পরে তারা গিয়ে দেখতে পান আফরিনকে মারধর করা হয়েছে এবং মাটির উপরে ফেলে রাখা হয়েছে। পরে লাশ ভ্যানে করে বাড়ি নিয়ে আসা হয়।


নাজমুল হুসাইন বলেন, ২০২১ সালে আফরিনের বিয়ে হয় শহিনুর ইসলামের সাথে। এরপর থেকেই টাকা-পয়সার জন্য তার উপর নির্যাতন চলছিল। বেশ কয়েকবার টাকা দেওয়া হয়েছিল, কিন্তু তার স্বামী আবারো বিদেশ যাওয়ার জন্য টাকা চাইছিলো। আফরিন টাকা দিতে অস্বীকার করলে, শুক্রবার তার স্বামী ও শ্বশুর-শ্বাশুড়ী আবারো নির্যাতন করতে থাকে এবং তার মুখে বিষ ঢেলে দেয়।


আফরিনের অপর চাচা জানান, তারা প্রায়ই আফরিনকে নির্যাতন করতো এবং একবার তারা তার জন্য মোটরসাইকেল কিনতে টাকা দিয়েছিলেন। এক সময় আফরিন তার স্বামীর বিরুদ্ধে থানায় মামলা করেছিলেন, তবে পরে সেই মামলা তুলে নেয়। কিন্তু বর্তমানে আবারো নির্যাতন শুরু হয়। তারা সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিচার দাবি করেন।


দুর্গাপুর থানার ওসি দুরুল হোদা জানান, “ঘটনা জানার পর আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একটি নিয়মিত মামলা নেয়া হয়েছে এবং মামলার বাদী হয়েছেন নিহতের বাবা আমিনুল ইসলাম।” তিনি আরো জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই নিশ্চিতভাবে জানানো যাবে এটি হত্যাকা- ছিলো নাকি আত্মহত্যা।


শেয়ার করুন