এমপিওভুক্ত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের জন্য এসেছে দারুণ এক খবর! জুন মাসের বেতন-ভাতা এবার থেকে ঝামেলামুক্ত ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (EFT) পদ্ধতিতে সরাসরি পৌঁছে যাবে সংশ্লিষ্টদের ব্যাংক অ্যাকাউন্টে।
কারিগরি শিক্ষা অধিদপ্তর জানায়, এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে আগামী ১০ জুলাইয়ের মধ্যে টেকনিক্যাল এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (টিইএমআইএস) সফটওয়্যারে প্রয়োজনীয় এমপিওশিট জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য আপলোড না করলে বেতন প্রদানে বিলম্ব হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
যাঁরা এই সুবিধা পাচ্ছেন:
এইচএসসি (বিএম)
এসএসসি (ভোকেশনাল)
মাদরাসা (ভোকেশনাল ও বিএম)
কৃষি ডিপ্লোমা পর্যায়ের শিক্ষক ও কর্মচারীরা
তবে যেসব প্রতিষ্ঠান এখনো ইএফটি তালিকায় অন্তর্ভুক্ত হয়নি, তাদের ক্ষেত্রে বেতন-ভাতা আগের নিয়ম অনুযায়ী প্রদান করা হবে।
আগামী মাস থেকে আরও বড় পরিবর্তন!
জুলাই মাস থেকেই দেশের সব কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানকে ইএফটি পদ্ধতির আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে শিক্ষকদের জন্য শুরু হতে যাচ্ছে ডিজিটাল বেতনের নতুন যুগ, যেখানে থাকবে না দীর্ঘসূত্রতা কিংবা কাগজপত্রের ঝামেলা।
কোনো সমস্যা হলে যোগাযোগ করুন:
বেতন-ভাতায় কোনো ধরনের জটিলতা দেখা দিলে দ্রুত যোগাযোগ করুন কারিগরি শিক্ষা অধিদপ্তরের এমপিও শাখা বা ইএফটি সেল-এর সঙ্গে।
নির্ধারিত সময়ের মধ্যেই তথ্য আপলোড করুন, যেন বেতন পেতে কোনো ধরনের বিলম্ব না হয়।