ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের প্রস্তুতি হিসেবে লেস্টারশায়ারের বিপক্ষে খেলছে ভারত। সেই ম্যাচে খেলছেন রোহিত শর্মা।
আর ম্যাচ চলাকালে জানা গেল, করোনায় আক্রান্ত তিনি।
অবশ্য দ্বিতীয় ইনিংসে ব্যাট করেননি রোহিত। প্রথম ইনিংসে ২৫ রানে আউট হন।
শনিবার ভারত দলের সব সদস্যের করোনা পরীক্ষা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করানো হয়। সেই রিপোর্টে রোহিতের করোনায় আক্রান্ত হওয়ার খবর মিলে।
বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, ভারতীয় অধিনায়ক বর্তমানে আইসোলেশনে আছেন। রোববার বিষয়টি নিশ্চিত করার জন্য আরটি পিসিআর টেস্ট করানো হবে তার।
ইংল্যান্ড সফর উপলক্ষ্যে ভারত দলের একের পর এক করোনা আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। দেশছাড়ার আগেই করোনায় আক্রান্ত হন অভিজ্ঞ অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। ইংল্যান্ডে গিয়ে জানা যায়, করোনায় আক্রান্ত ছিলেন বিরাট কোহলিও। এবার আক্রান্ত হওয়ার খবর এসেছে রোহিত শর্মার।
ভারতের ইংল্যান্ড সফরের একমাত্র টেস্টটি মাঠে গড়াবে ১ জুলাই। যে কারণে রোহিতের করোনায় আক্রান্ত হওয়ায় ওপেনিং নিয়ে দারুণ দুর্ভাবনায় পড়েছে ভারত। কারণ কুঁচকির চোটের কারণে দলের অন্যতম ওপেনার লোকেশ রাহুল ছিটকে গেছেন।