বলিউডের অন্যতম গ্ল্যামার গার্ল শিল্পা শেঠি। তবে সময়টা ভালো যাচ্ছে না তার। শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রা, দুজনেরই বেশ কঠিন সময় পার করছেন। সম্প্রতি তাদের বিরুদ্ধে ‘লুকআউট’ নোটিশ জারি করেছে মুম্বাই পুলিশ।
৬০ কোটি রুপি প্রতারণার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এর মাঝেই নাকি বাড়ি ছেড়েছেন শিল্পার স্বামী, আর এমন সময় শোনা গেল, অন্য কারও প্রেমে পড়েছেন শিল্পা!
শুক্রবার মুক্তি পেয়েছে রাজ কুন্দ্রা অভিনীত ছবি ‘মেহার’। ছবি মুক্তির আগে তিনি ঘোষণা করেছিলেন, প্রথম দিনের আয় পাঞ্জাবের বন্যার্তদের জন্য দান করবেন। এরইমধ্যে মিডিয়ায় ভাইরাল হলো এক ভিন্নধর্মী খবর।
তার স্ত্রী নাকি ভুলতে বসেছেন তাকে! সম্প্রতি ফারহা খান আসেন শিল্পার বাড়িতে, তাঁর নতুন চ্যানেলের অনুষ্ঠানের জন্য। বাড়িতে ঢুকে ফারহা রাজের কথা জিজ্ঞেস করতেই শিল্পা জানান, তিনি তাঁর স্বামী নয় বরং প্রেমিকের সঙ্গে এই বাড়িতে থাকেন। অভিনেত্রীর এমন কথা শুনেই চক্ষু ছানাবড়া ফারহার! তিনি পাল্টা বলেন, ‘‘এই তো জীবন। স্বামী যেতে না যেতেই প্রেমিক এলো বাড়িতে।
শিল্পা জানান, তিনি এক সর্দারজির প্রেমে পড়েছেন। সেই সর্দারজি আসলে আর কেউ নন, শিল্পার স্বামী রাজ। তার ‘মেহার’ নামে যে ছবিটি মুক্তি পেয়েছে সেখানে তাঁকে সর্দারের চরিত্রেই দেখা গেছে। বলা যায়, শিল্পা কোমর বেঁধে স্বামীর প্রচারে মাঠে নেমেছেন।
২৪ আগস্ট থেকে শুরু হয়েছে সালমান খানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘বিগ বস ১৯’।
এ বছর রাজ সেখানেও যোগ দিয়েছেন। পাশাপাশি, এ বছর তার তিনটি পাঞ্জাবি সিনেমা মুক্তির সম্ভাবনা। সব মিলিয়ে এ বছরের শুরুটা ভাল হয়েছিল রাজের। হঠাৎ করে প্রতারণা মামলায় নতুন করে বিতর্কে জড়াবেন, ঘুণাক্ষরেও তা বোধহয় টের পাননি রাজ-শিল্পা।