নারায়ণগঞ্জে বিএনপির মনোনয়নপ্রার্থী ও প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল ওরফে প্রাইম বাবুলের নির্বাচনী মিছিল থেকে যানজট নিরসন কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে দুজন শিক্ষার্থী আহত হয়েছেন।
বুধবার (৮ অক্টোবর) বিকেলে শহরের মিশনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন যানজট নিরসনে নিয়োজিত কর্মী রাতুল দেওয়ান (২২) ও মো. হোসাইন (১৮)। তারা নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও যানজট কর্মীদের ভাষ্যমতে, শহরের অভ্যন্তরে চার আসনের ব্যাটারিচালিত অটোরিকশা (ইজিবাইক) চলাচল নিষিদ্ধ। কিন্তু এক চালক নিষেধাজ্ঞা অমান্য করে চাষাড়া এলাকায় প্রবেশ করলে যানজট নিরসন কর্মীরা তা আটকান। ঠিক সেই সময় বিএনপি মনোনয়নপ্রার্থী প্রাইম বাবুলের সমর্থনে একটি মিছিল মিশনপাড়া দিয়ে অতিক্রম করছিল। আটক ইজিবাইকের চালক ওই মিছিল থেকে তার পরিচিত কয়েকজন নেতা-কর্মীকে ডেকে এনে যানজট কর্মীদের ওপর হামলা চালায়।
এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত শিক্ষার্থী শাহিন মৃধা বলেন, ইজিবাইক চালক তার পরিচিত কয়েকজন সন্ত্রাসী টাইপের লোকজন এনে আমাদের ওপর হামলা চালায়। আমরা বিষয়টি শান্তভাবে মীমাংসার চেষ্টা করলেও তারা আরও উত্তেজিত হয়ে ওঠে। এমনকি আমরা ভিডিও করতে গেলে আমাদের মোবাইল ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করে।
তিনি আরও বলেন, ঘটনার পরপরই বিষয়টি জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের যানজট নিরসন শাখার সুপারভাইজারকে জানানো হয়েছে। তারা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যানজট নিয়ন্ত্রণ শাখার সুপারভাইজার সম্রাট ইসলাম বলেন, ঘটনার বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক প্রচারণা বেড়ে যাওয়ায় শহরের সড়কে যানজট তীব্র আকার ধারণ করেছে। এর মধ্যেই এমন হামলার ঘটনায় নগরের শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে।