২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৩:১৯:২৫ অপরাহ্ন
মান্দায় নৌকার প্রার্থীর গণসংযোগ
  • আপডেট করা হয়েছে : ২২-১২-২০২৩
মান্দায় নৌকার প্রার্থীর গণসংযোগ

মান্দা প্রতিনিধি সিরাজুল ইসলাম : প্রতীক বরাদ্দের পরে মান্দা উপজেলার কালিকাপুর ইউনিয়নের বিভিন্ন পাড়া-গ্রামে নৌকা প্রতীকের প্রার্থী এডভোকেট নাহিদ  মোরশেদ গণসংযোগ করেছেন। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার সকাল থেকেই তিনি কালিকাপুর ইউনিয়নের ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করছেন।


জানা যায়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ- ৪৯ মান্দা-৪ মান্দা আসনে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী এডভোকেট নাহিদ  মোরশেদ মনোনয়ন পাওয়ার পর থেকেই অন্যান্য ইউনিয়নের ন্যায়কালিকাপুর ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়।


দলীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে ওই ইউনিয়নের কাদির গঞ্জ মোড় থেকে গণসংযোগ আরম্ভ করেন । এরপর  চকগৌরি বাজার, চককসবা বাজার, বাথইল,মাউল, জয়বাংলা মোড় সহ ওই ইউনিয়নের বিভিন্ন মোড়ে মোড়ে পথসভা করে প্রচারণা করেন। নৌকা প্রতীকের নতুন প্রার্থী হওয়ায় নাহিদ মোরশেদর গণসংযোগের খবর পেয়ে তাকে স্বাগত জানানোর জন্য এলাকার নারী ও পুরুষ ভোটাররা ছুটে আসেন। কালিকাপুর, চককসবা, ছোট মুল্লক, নলতৈড়, মাউল,বাথইল, জসড়াই, শীলগ্রাম সহ বিভিন্ন গ্রামে নেতাকর্মীদের সাথে নিয়ে নাহিদ মোরশেদ নৌকার প্রচারণা করেন। এসময় প্রার্থী এমপি নির্বাচিত হবার পর এলাকায় নানা উন্নয়নের প্রতিশ্রুতি দেন।


এসময় উপস্থিত ছিলেন মান্দা উপজেলার ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা, মান্দা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ,কার্যনির্বাহীসদস্য আসাদুজ্জামান আসাদ,


ইউনিয় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক।কালিকাপুর ইউপির সাবেক চেয়ারম্যান মহসিন রেজা, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম, ৯ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম ,আ,লীগ নেতা মাসুদ সহ বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ-সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন