০১ মে ২০২৪, বুধবার, ০৪:৩৬:০৭ অপরাহ্ন
নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাথে স্পন্দন ক্যাফের চুক্তি সম্পাদিত
  • আপডেট করা হয়েছে : ০৬-১২-২০২৩
নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাথে স্পন্দন ক্যাফের চুক্তি সম্পাদিত

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) চত্বরে রেস্টুরেন্ট পরিচালনায় স্পন্দন ক্যাফের সঙ্গে চুক্তি সম্পাদন করা হয়েছে। বুধবার (৬ ডিসেম্বর, ২০২৩)


রাজশাহী নগরীর চৌদ্দপাই-এ ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসে এই চুক্তি সম্পাদিত হয়। এসময় নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষে ইউনিভার্সিটির রেজিস্ট্রার রিয়াজ মোহাম্মদ এবং স্পন্দন ক্যাফের পক্ষে সত্তাধিকারি এ.কে.এম. নাহিদুর রহমান খান এবং ইসতিয়াক মাহমুদ চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য এবং বর্তমানে উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেক এবং মাননীয় উপাচার্য প্রফেসর ড. বিধান চন্দ্র দাস উপস্থিত ছিলেন। এসময়  স্পন্দন ক্যাফে ক্যাম্পাসে মনোরম পরিবেশে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করার প্রত্যয় ব্যক্ত করেন।


শেয়ার করুন