চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ভারতকে মোকাবিলা করতে প্রস্তুত বাংলাদেশ দল। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুবাইয়ে মাঠে নামবে দুই দল। শক্তিশালী দল হিসেবে ভারত এগিয়ে থাকলেও চোটের কারণে জাসপ্রিত বুমরা না থাকায় বাংলাদেশের জন্য একটি সম্ভাবনার দ্বার খুলে যেতে পারে বলে মনে করছেন ইমরুল কায়েস।
ভারতের বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের সাবেক ওপেনার ইমরুল বলেন, 'ভারত দারুণ শক্তিশালী দল, ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই তারা দুর্দান্ত। তবে বুমরা না থাকায় এটা বাংলাদেশের জন্য একটা সুযোগ। আমরা জানি, গত দুই বছরে ভারতের হয়ে সে কী অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে। তার অভাব অনুভব করতেই পারে ভারত'
তবে বুমরা ছাড়া ভারত যে দুর্বল হয়ে পড়েছে, এমনটা মনে করার কারণ নেই। সম্প্রতি ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে নিজেদের শক্তির গভীরতা দেখিয়েছে দলটি। যদিও পেসার মোহাম্মদ শামির ফিটনেস নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে, তবে ছন্দ ফিরে পেলে তিনি বাংলাদেশের জন্য বড় হুমকি হতে পারেন বলে মনে করেন ইমরুল।
এদিকে, বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে সাকিব আল হাসানের অনুপস্থিতি। ইমরুলের মতে, 'সাকিব না থাকায় দলকে সংগ্রাম করতে হচ্ছে। তার বদলে অতিরিক্ত একজন স্পিনার খেলাতে হচ্ছে, যা কৌশলগতভাবে বড় একটি সমস্যা। সাকিব এমন একজন ক্রিকেটার, যিনি ম্যাচের যে কোনো পরিস্থিতিতে পার্থক্য গড়ে দিতে পারেন।'
সাকিবের জায়গায় দলে বাড়তি দায়িত্ব পালন করতে হতে পারে সহঅধিনায়ক মেহেদী হাসান মিরাজকে। ইমরুল বলেন, 'মিরাজ যখন প্রথম দলে আসে, তখন থেকেই তার মধ্যে ছিল অসাধারণ আত্মবিশ্বাস। সে ভয়ডরহীন একজন খেলোয়াড়, যে কোনো পজিশনে ব্যাট করতে পারে। ২০১৮ এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে সে ওপেন করেছিল, যেমনটা সাকিবও করতে পারত। ফলে মিরাজের ওপরই এখন সাকিবের অভাব পূরণের দায়িত্ব পড়তে পারে। তবে বোলিংয়ে বাঁ-হাতি স্পিনার সাকিবের শূন্যতা দলকে অনুভব করতেই হবে।'
এদিকে, ব্যাটিং বিভাগে লিটন দাস না থাকলেও সৌম্য সরকার ও তানজিদ হাসান ভালো করছেন বলে মনে করেন ইমরুল। তার মতে, 'ব্যাটিংয়ে বাংলাদেশ ভালো অবস্থানে আছে। তবে ম্যাচে পারফরম্যান্সই বলে দেবে, দল কতটা প্রস্তুত।'
বুমরার অনুপস্থিতির সুযোগ নিয়ে বাংলাদেশের পারফরম্যান্স কতটা কার্যকর হয়, সেটাই এখন দেখার বিষয়।