১৯ নভেম্বর ২০২৫, বুধবার, ০৯:৪৩:২৭ পূর্বাহ্ন
পিরোজপুরে নতুন জেলা প্রশাসক পদে যোগ দিলেন আবু সাঈদ
  • আপডেট করা হয়েছে : ১৮-১১-২০২৫
পিরোজপুরে নতুন জেলা প্রশাসক পদে যোগ দিলেন আবু সাঈদ

পিরোজপুরে নতুন জেলা প্রশাসক পদে আবু সাঈদ যোগ দিয়েছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) তিনি এই পদে কাজ শুরু করেছেন। 



২৮তম বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিব পদে কর্মরত ছিলেন। 


ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর ডিগ্রিধারী আবু সাঈদ প্রশাসনের সহকারী কমিশনার পদে কর্মজীবন শুরু করেন। 


২০১৭-২০১৮ সালে পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় নির্বাহী অফিসার পদে নিয়োজিত ছিলেন। এছাড়া টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) পদেও তিনি দায়িত্ব পালন করেন। 


তিনি মাদারীপুর জেলার কালকিনী উপজেলার অধিবাসী। তার সহধর্মিণী একজন গৃহিণী এবং তিনি এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক।


এদিকে, সদ্য বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক শিক্ষা বিভাগের যুগ্ম সচিব হয়েছেন এবং রোববার পিরোজপুর ত্যাগ করেন।

শেয়ার করুন