২৮ এপ্রিল ২০২৪, রবিবার, ০৭:৫৪:৩০ অপরাহ্ন
ম্যান অব দ্য ম্যাচপাকিস্তানের বিপক্ষে আরও রান করতে পারত অস্ট্রেলিয়া, বলছেন ওয়ার্নার
  • আপডেট করা হয়েছে : ২১-১০-২০২৩
ম্যান অব দ্য ম্যাচপাকিস্তানের বিপক্ষে আরও রান করতে পারত অস্ট্রেলিয়া, বলছেন ওয়ার্নার

আইসিসি ইভেন্টে ঘুরে দাঁড়ানোর মন্ত্রটা যেন অস্ট্রেলিয়ার ভালোই জানা। প্রথম দুই ম্যাচ হেরে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া অস্ট্রেলিয়া দাপটের সঙ্গে টুর্নামেন্টে ফিরেছে। শ্রীলঙ্কার পর গতকাল বেঙ্গালুরুতে আরেক এশিয়ান প্রতিপক্ষ পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে অজিরা। তবে পাকিস্তানের বিপক্ষে বড় জয়ের ম্যাচেও কিছু ঘাটতির জায়গা খুঁজে পেয়েছেন ডেভিড ওয়ার্নার। 


টস হেরে গতকাল প্রথমে ব্যাটিং পাওয়া অস্ট্রেলিয়ার উদ্বোধনী জুটি ভাঙতে পারত দলীয় ২২ রানেই। তবে উসামা মীর সহজ ক্যাচ মিস করায় তা আর সম্ভব হয়নি। ব্যক্তিগত ১০ রানে জীবন পাওয়া ওয়ার্নার এরপর চড়াও হয়ে খেলেছেন। ওয়ার্নারের দেখাদেখি মিচেল মার্শও আক্রমণাত্মক হয়েছেন। প্রথম ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে অস্ট্রেলিয়া করে ৮২ রান। আক্রমণাত্মক খেলতে থাকা অস্ট্রেলিয়ার উদ্বোধনী জুটি ভেঙেছে ৩৪তম ওভারে ২৫৯ রানে। 


উদ্বোধনী জুটি ভেঙে যাওয়ার পরও আক্রমণাত্মক ব্যাটিং করে যাচ্ছিলেন ওয়ার্নার। একটা পর্যায়ে ওয়ার্নারের ২০০ আর অস্ট্রেলিয়ার ৪০০—এমন ‘ডাবল’ হওয়ার অনেক সম্ভাবনা ছিল। তবে ১৬৩ রান করে ওয়ার্নার আউট হওয়ার পরই রানের গতি ধীর হয়ে যায় অস্ট্রেলিয়ার। ৪২.২ ওভারে ৪ উইকেটে ৩২৫ রান থেকে শেষ পর্যন্ত অজিরা করেছে ৯ উইকেটে ৩৬৭ রান। তার মানে, শেষ ৪৬ বলে ৫ উইকেট হারিয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা যোগ করতে পেরেছে ৪২ রান। এখানে আরও কিছু রান অস্ট্রেলিয়া যোগ করতে পারত বলে মনে করেন ম্যাচ-সেরা ওয়ার্নার। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডেভিড ওয়ার্নার বলেন, ‘এটা (মার্শের সঙ্গে জুটি) অসাধারণ জুটি। যখনই আমরা উইকেটের সঙ্গে তাল মেলাতে পেরেছি, তাদের বোলারদের ওপর চড়াও হয়ে খেলেছি। মাঠে এমন পারফরম্যান্স করা সত্যিই আনন্দের। আমি একটু ভাগ্যের সহায়তা পেয়েছিলাম। এমন মাঠে সুযোগগুলো আপনাকে কাজে লাগাতে হবে। মিচের সঙ্গে জুটি গড়াই ছিল লক্ষ্য। আমরা (মার্শ-ওয়ার্নার) কমপক্ষে ৩৫ ওভার পর্যন্ত ব্যাটিংয়ের কথা বলছিলাম। তারপর শেষের দিকে স্কোরটা বাড়িয়ে নেব। এখানে আমাদের একটু কাজ করতে হবে। শেষের দিকে আমরা ৫-৬টা উইকেট হারিয়েছি। প্রতিটি রানই গুরুত্বপূর্ণ।’ 


বিশ্বকাপ খেলতে আসার আগে সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে অস্ট্রেলিয়া। ভারতের তীব্র গরম ওয়ার্নার-স্টিভ স্মিথদের কতটা ভুগিয়েছে, তা তখনই দেখা গেছে। ব্যতিক্রম হয়নি অক্টোবরে শুরু হওয়া বিশ্বকাপেও। প্রায় প্রতি ম্যাচেই খেলোয়াড়েরা মাংশপেশির চোটে পড়ছেন। ওয়ার্নারও গতকাল পাকিস্তানের বিপক্ষে চোটে কিছুটা ভুগেছেন। অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার বলেন, ‘ব্যথাটা (কুঁচকির চোট) একটু ভুগিয়েছে। তবে এখন ঠিক আছে। দ্রুত রান নেওয়া আমার ডিএনএতেই রয়েছে। আমি এটা সব সময় করেছি।’


শেয়ার করুন