০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ০৪:১৭:০৬ পূর্বাহ্ন
র‌্যাবের ওপর হামলা চালিয়ে পালালো শীর্ষ সন্ত্রাসী, আহত ৪
  • আপডেট করা হয়েছে : ০১-১০-২০২৫
র‌্যাবের ওপর হামলা চালিয়ে পালালো শীর্ষ সন্ত্রাসী, আহত ৪

নারায়ণগঞ্জর সিদ্ধিরগঞ্জে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীকে গ্রেপ্তারে গিয়ে হামলার শিকার হয়েছেন র‌্যাবের সদস্যরা। এ সময় র‌্যাবের তিন সদস্যসহ চারজন আহত হয়েছেন। সুযোগ বুঝে পালিয়ে যান সাহেব আলী।


মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনি বউ বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে।


র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার (সিপিএসসি) লেফটেন্যান্ট কমান্ডার মো. নাঈম উল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।


আসামি সাহেব আলী (৩৮) ওয়াপদা কলোনি বউবাজার এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে অন্তত এক ডজন মামলা রয়েছে বলে র‍্যাব ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে।


প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে এক সহযোগীসহ শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীকে গ্রেপ্তার করতে নজরদারি শুরু করে সাদা পোশকধারী র‌্যাবের কয়েকজন সদস্য। বিষয়টি বুঝতে পেরে সাহেব আলীর সহযোগীরা র‌্যাব সদস্যদের ওপর হামলা চালায়। এক পর্যায়ে সাহেব আলীর লোকজন ইটপাটকেল নিক্ষেপ করলে র‌্যাবের তিন সদস্য ও রানা নামে স্থানীয় একজন বাসিন্দা আহত হন। এ সুযোগে সন্ত্রাসী সাহেব আলী ও তার সহযোগীরা দ্রুত পালিয়ে যান।


র‌্যাব জানায়, সাহেব আলীর অবস্থান নিশ্চিতের পর ওই এলাকায় সাদা পোশাকে নজরদারি শুরু করে র‌্যাব। অভিযানে তার অবস্থান শনাক্তও করা হয়। কিন্তু বিষয়টি টের পেয়ে যায় সাহেব আলী ও তার সহযোগীরা। হঠাৎ তারা র‌্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে পালিয়ে যায় সাহেব আলী। হামলার খবর পেয়ে র‌্যাব সদস্যরা গিয়ে আহতদের উদ্ধার করে। আহতদের মধ্যে এক র‌্যাব সদস্যর অবস্থা গুরুতর। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।  


র‌্যাব-১১ ব্যাটেলিয়নের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাঈম উল হক বলেন, গোয়েন্দা টিম সাহেব আলীর অবস্থান নিশ্চিত করলে আমরা সবাই একযোগে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তারের প্রস্তুতি নিই। কিন্তু তার আগেই সন্ত্রাসী সাহেব আলী ও তার সহযোগীরা বিষয়টি টের পেয়ে যায় এবং গোয়েন্দা সদস্যদের ওপর অতর্কিতভাবে আক্রমণ করে। এতে গোয়েন্দা টিমের তিন সদস্যসহ চারজন আহত হন। আমাদের এক সদস্যের অবস্থা বেশি গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। তার মাথায় বেশি জখম হয়েছে। আহত বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।


শেয়ার করুন