২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ০৩:২৮:১৫ অপরাহ্ন
রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলায় জাহাজ
  • আপডেট করা হয়েছে : ২৩-১০-২০২৩
রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলায় জাহাজ

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বিদেশী জাহাজ এম.ভি সাগরজিৎ। ইন্দোনেশিয়া থেকে ৩৩ হাজার ১শ’ ১০ মেট্টিক টন কয়লা নিয়ে আসা সিঙ্গাপুর পতাকাবাহী এ জাহাজটি শনিবার মোংলা বন্দরের হাড়বাড়ীয়ার-১২ নম্বর অ্যাংকোরেজে ভেড়ে। 

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক জানান, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে মোংলা বন্দরে ভেড়ে কয়লাবাহী জাহাজ এম.ভি সাগরজিৎ। জাহাজটি আমদানিকৃত এ জ্বালানি কয়লা নিয়ে গত ৩০ সেপ্টেম্বর ইন্দোনেশিয়া থেকে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে। এরপর শনিবার সকালে মোংলায় ভেড়ার পর দুপুর থেকেই শুরু হয় জাহাজটি থেকে কয়লা খালাস ও পরিবহনের কাজ। খালাসের পর কয়লা লাইটারেজে করে নেওয়া হচ্ছে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে। এরপর জেটি থেকে তা সংরক্ষণ করা হচ্ছে বিদ্যুৎ কেন্দ্রের গোডাউনে।

এর আগে গত ৩ অক্টোবর ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরে আসে এম.ভি লুনা রোজা।


শেয়ার করুন