২৪ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ০৪:৩৬:১৫ পূর্বাহ্ন
খিলগাঁও থানার শ্রমিক হত্যা মামলা: গ্রেপ্তার দেখানো হলো সালমান-মামুনকে
  • আপডেট করা হয়েছে : ১৬-১০-২০২৪
খিলগাঁও থানার শ্রমিক হত্যা মামলা: গ্রেপ্তার দেখানো হলো সালমান-মামুনকে

খিলগাঁও থানার পরিবহন শ্রমিক হত্যাচেষ্টা মামলায় শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। এ ছাড়া নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকেও গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।


বুধবার (১৬ অক্টোবর) সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। পরে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।


খিলগাঁওয়ের হত্যাচেষ্টা মামলার শুনানিতে পুলিশ জানায়, ৪ আগস্ট খিলগাঁওয়ের তালতলা এলাকায় ছাত্র-জনতার মিছিলে গুলি করে পুলিশ। সে সময় হাতে ও কপালে গুলিবিদ্ধ হন মামলার বাদী। উল্লিখিত ঘটনার সাথে আসামিরা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত। তাই এই মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করে।


শুনানিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী উল্লিখিত মামলায় আসামিদের যোগসাজশ তুলে কারাগারে পাঠানোর আবেদন জানায়।


শেয়ার করুন