প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ (২২) হত্যার প্রতিবাদে রাজশাহীতে পালিত হয়েছে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ এবং গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) সকাল ১১টায় রাজশাহী কলেজ এবং রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের উদ্যোগে পৃথকভাবে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিটি কলেজের কর্মসূচিতে সভাপতিত্ব করেন কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন। এতে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সহ-প্রচার সম্পাদক আজিজুর রহমান কাফি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদ হাসান রিয়াদ, মেহেদী হাসান মাহী, শামাউন হক রিদয়, আবু সুফিয়ান চন্দনসহ আরও অনেকে। সঞ্চালনায় ছিলেন যুগ্ম আহ্বায়ক তাকাফুল ইসলাম সৈকত।
এদিকে রাজশাহী কলেজের মানববন্ধনে সভাপতিত্ব করেন কলেজ ছাত্রদলের সভাপতি খালিদ বিন ওয়ালিদ আবির। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পারভেজ হত্যার তীব্র নিন্দা জানিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
এর আগে রোববার রাত ৯টার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় গায়েবানা জানাজা ও সংক্ষিপ্ত সমাবেশ। গায়েবানা জানাজা পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী রাকিবুল ইসলাম। গায়েবানা জানাজায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
সমাবেশ পরিচালনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মেহেদী সজীব। বক্তব্য রাখেন সংগঠনটির সাবেক নেতৃবৃন্দ সালাহউদ্দিন আম্মার, ফজলে রাব্বি, মো. ফাহিম রেজা, আকিল বিন তালেব এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত বিজয়।