তানিয়া বৃষ্টি। অভিনেত্রী ও মডেল। শোবিজে পথচলা শুরু করেছেন ২০১২ সালে। সম্প্রতি নতুন সিনেমার শুটিং করছেন তিনি। ‘ট্রাইব্যুনাল’ নামে সিনেমাটি আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে। নাটকে অভিনয় ও সিনেমায় নতুন করে যাত্রা। সম্প্রতি সেসব নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন।
এত বছর পর আবার সিনেমায় ফেরা– কেমন লাগছে?
গত কয়েক বছরে আমাকে প্রায়ই প্রশ্ন করা হতো– আবার কি সিনেমায় ফিরছি? আমি কি বড় পর্দায় অভিনয় করব? এখন আর আলাদা করে কিছু বলার নেই। ‘ট্রাইব্যুনাল’-এর মাধ্যমে ফিরছি– এটাই উত্তর। অনেক দিন পর হলেও যেন ঠিক সময়ে ফিরেছি।
প্রায় ৭০ শতাংশ শুটিং শেষ। আর চার-পাঁচ দিন আউটডোরে শুটিং হবে। আর কয়েক দিন শুটিং হবে ইনডোরে, মানে আদালতের দৃশ্যগুলো আরকি।
‘ট্রাইব্যুনাল’-এর চরিত্রের জন্য বিশেষ প্রস্তুতির কথা বললেন। কীভাবে প্রস্তুতি নিয়েছেন?
শুটিংয়ের আগে এক মাস ধরে নিয়মিত তারিক আনাম খানের কাছে রিহার্সেল করেছি। ছবিটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি, যেখানে ন্যায়বিচার, নৈতিকতা আর প্রতিটি রায়ের আড়ালে থাকা রাজনীতির গল্প আছে। নির্মাতা আমাকে যে চরিত্রটি দিয়েছেন, সেটিকে সত্যিকারভাবে অনুভব করতে ফিল্ডে গিয়েছি, হাসপাতালে রোগীদের সঙ্গে কথা বলেছি। চরিত্রের ব্যথা ও বাস্তবতা বোঝার চেষ্টা করেছি।

