‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রিয় নেতৃবৃন্দ রাজশাহী আসছে আগামীকাল রবিবার। কেন্দ্রিয় নেতৃবৃন্দকে বরণ করতে ইতিমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে রাজশাহী জেলা ও মহানগর এনসিপি। পদযাত্রার ঐতিহাসিক আয়োজনে রাজশাহীর নাগরিকদের যোগদানের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি রাজশাহী জেলা ও মহানগর কমিটি।
এ উপলক্ষে শনিবার (৫ জুলাই) বিকেলে নগরীর গনকপাড়ায় এনসিপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পদযাত্রার বিস্তারিত তুলে ধরেন রাজশাহীর নেতৃবৃন্দ। তারা বলেন, পার্টির আহবায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ জুলাই যোদ্ধাদের রাজশাহীতে আগমন এক ঐতিহাসিক মূহুর্ত রচনা করবে। ঐতিহাসিক মূহুর্তকে স্মরণীয় করে রাখতে রাজশাহী জেলা ও মহানগর প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।
সংবাদ সম্মেলনে পদযাত্রার বিস্তারিত তুলে ধরেন রাজশাহী মহানগরীর প্রধান সমস্বয়কারী মোবাশ্বের আলী। তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ হয়ে রাজশাহীর উদ্দেশ্যে আগত পদযাত্রা রাজশাহীর সাথে মিলিত হবে রবিবার দুপুর ২ টায়। জেলার গোদাগাড়ীতে পথসভা করার মধ্য দিয়ে রাজশাহীতে আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু হবে। বিকেল সাড়ে তিনটায় রাজশাহী মহানগরীর রেলগেট থেকে শুরু হবে রাজশাহী মহানগরের আনুষ্ঠানিক কর্মসূচি।
রাজশাহী নগরের রেলগেট থেকে-নিউমার্কেট-রানীবাজার-সাগরপাড়া-আলুপট্টি-সাহেববাজার-রাজশাহী কলেজ-সিটি কলেজ-বাটার মোড়, রয়েলরাজ-গনকপাড়া হয়ে রাজশাহী জিরোপয়েন্টে পৌঁছে পথসভার মধ্যে দিয়ে শেষ হবে মহানগরীর পদযাত্রা কর্মসূচি। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং কাটাখালিতে পথসভার পরিকল্পনা রয়েছে। এ সময় শহীদ পরিবারের সাথে কেন্দ্রিয় নেতৃবৃন্দের সাক্ষাতের পরিকল্পনা রয়েছে।
সংবাদ সম্মেলনে রাজশাহী মহানগরীর প্রধান সমস্বয়কারী মোবাশ্বের আলী ছাড়াও যুগ্ম সমন্বয়কারী আল আশরারুল ইমাম তানিম, নাহিদুল ইসলাম সাজু, জাতীয় যুব শক্তির কেন্দ্রিয় সংগঠক হযরত আনাস ও রাজশাহী জেলার যুগ্ম সমন্বয়কারী শামীমা সুলতানা মায়া উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ জানান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশ গড়ার প্রত্যয়ে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি শুরু করেছে। জুলাই বিপ্লবের নেতৃবৃন্দ বিপ্লব পরবর্তী দেশ গঠনে, নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে দেশজুড়ে মানুষের দরজায় গিয়ে মানুষের কথা শুনতে চায়। দেশ নিয়ে তাঁদের আকাঙ্খা কথা জানতে চায়। জনতার আকাঙ্খাকে সাথে নিয়েই আগামীর পথ চলতে চায় জাতীয় নাগরিক পার্টি।
সংবাদ সম্মেললে বলা হয়, এখন পর্যন্ত সংস্কার প্রস্তাবে জাতীয় নাগরিক পার্টি তার আপোষহীন অবস্থান জনগণের সামনে তুলে ধরেছে। বাংলাদেশ রাষ্ট্র ও রাজনৈতিক পরিসরে জনগণের ক্ষমতায়নের প্রশ্নে জাতীয় নাগরিক পার্টির তার দৃঢ় অবস্থান পরিষ্কার করেছে এবং সেই লক্ষ্যে লড়াই চালিয়ে যাচ্ছে। এই লড়াইয়ে জনগণ আমাদের পাশে আছেন।
সংবাদ সম্মেললে বরা হয়, আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশ গঠনে বাংলাদেশের মূল শক্তি হবে বাংলাদেশের জনগণ তথা নাগরিকরা। শাসক-আমলা নয়। জনগণের ভাগ্য নির্ধারণ হবে জনগণের হাতে। জুলাইয়ে আমাদের স্লোগান ছিলো ‘ক্ষমতা না জনতা? জনতা জনতা। আগামীর বাংলাদেশে জনতাই হবে এনসিপির ক্ষমতার ভিত্তি এবং কেন্দ্র হবে রাজপথ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১লা জুলাই রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এই পদযাত্রা কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। পর্যায়ক্রমে এই পদযাত্রা কাফেলা বাংলাদেশের সকল জেলা পরিক্রম করবে। এই ধারাবাহিকতার রবিবার রাজশাহীতে কর্মসূচি পালিত হবে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নিবেন।