০৬ মার্চ ২০২৫, বৃহস্পতিবার, ০৮:৫৪:৪২ অপরাহ্ন
হাসপাতাল ছেড়েছেন মির্জা ফখরুল
  • আপডেট করা হয়েছে : ০৬-০৩-২০২৫
হাসপাতাল ছেড়েছেন মির্জা ফখরুল

শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল ছেড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


বৃহস্পতিবার দুপুরে গুলশানের ইউনাইটেড হাসপাতাল ত্যাগ করেন তিনি। 


বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, হাসপাতাল থেকে দুপুর ১টার দিকে বাসায় এসেছেন মির্জা ফখরুল ইসলাম। বিকালে কূটনীতিকদের সম্মারে বিএনপির ইফতার অনুষ্ঠানে তিনি থাকবেন।


এর আগে ৩ মার্চ হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন মির্জা ফখরুল। 


তখন বলা হয়েছিল- সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে তিনি ধুলাবালির কারণে অসুস্থতা অনুভব করেন। পরে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হন মির্জা ফখরুল।


শেয়ার করুন