২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ১০:১৯:৩০ পূর্বাহ্ন
নিরাপত্তা সংলাপে অংশ নিতে ঢাকায় যুক্তরাষ্ট্রের কর্মকর্তা মিরা রেজনিক
  • আপডেট করা হয়েছে : ০৪-০৯-২০২৩
নিরাপত্তা সংলাপে অংশ নিতে ঢাকায় যুক্তরাষ্ট্রের কর্মকর্তা মিরা রেজনিক

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-সামরিক বিভাগের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিরা রেজনিক ঢাকায় পৌঁছেছেন। যুক্তরাষ্ট্র-বাংলাদেশ দ্বিপক্ষীয় নিরাপত্তা সংলাপে অংশ নিতে তিনি ঢাকা সফরে এসেছেন। এক্স প্ল্যাটফর্মে এক পোস্টে এমন তথ্য দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।


মিরা রেজনিককে বাংলাদেশে স্বাগত জানিয়ে দূতাবাসের পক্ষ থেকে আজ সোমবার সকালে এই পোস্ট করা হয়। 


মার্কিন দূতাবাসের পোস্টে আরও বলা হয়, মিরা রেজনিককে স্বাগতম। ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে মুক্ত, অবারিত ও শান্তিপূর্ণ রাখার বিষয়ে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। মিরা রেজনিকের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল আঞ্চলিক উন্নয়ন, মানবাধিকার, নিরাপত্তা সহায়তা ও সন্ত্রাসবাদ দমন নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা করবে। 


শেয়ার করুন