০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:২২:৩৮ অপরাহ্ন
অসহায় রোগীদের চিকিৎসায় সাড়ে ৭ কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী
  • আপডেট করা হয়েছে : ২৭-০৭-২০২৩
অসহায় রোগীদের চিকিৎসায় সাড়ে ৭ কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী

গতকাল বুধবার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার কাছ থেকে অনুদানের চেক গ্রহণ করেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ও অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই অনুদান দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার আফরোজা বিনতে মনসুর গাজী লিপি। অনুদানের চেক গ্রহণকালে পরিচালক ও অধ্যাপক মীর জামাল উদ্দিন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রীর এই অনুদান গরিব ও অসহায় হৃদরোগীদের চিকিৎসার ক্ষেত্রে বিশেষ অবদান রাখবে। তিনি আরও বলেন, ইতিপূর্বে প্রধানমন্ত্রী দুই বারে ৭ কোটি ৬৯ হাজার  ৫৮৭ টাকা অনুদান দিয়েছিলেন, যা দিয়ে অসহায় ও গরিব রোগীদের শরীরে ৫৭৪টি স্টেন্ট, ২৬০টি ভালভ ও ২২৪টি পেসমেকার স্থাপন করা হয়েছে। বুধবারের প্রাপ্ত অনুদান দিয়ে ১৫০টি ভালভ, ২০০টি অক্সিজেনেটর, ৩০০টি স্টেন্ট, ৩০টি ভাসকুলার স্টেন্ট, ১২০টি পেসমেকার, ৫০টি পিডিএ, ৩০টি এএসডি, ১০টি  ভিএসডি ডিভাইস কিনে হাসপাতালের ‘অসহায় রোগী সেবা তহবিল’-এর মাধ্যমে বিনা মূল্যে বিতরণ করা হবে।


হৃদরোগে আক্রান্ত গরিব ও অসহায় রোগীদের বিনা মূল্যে চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল অসহায় রোগী সেবা তহবিল পরিচালনা করে আসছে। এর আওতায় গরিব ও অসহায় রোগীদের বিনা মূল্যে যেসব চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে, তার মধ্যে রয়েছে হার্টের রক্তনালিতে রিং স্থাপন, পেসমেকার স্থাপন, হার্টের ভালভ প্রতিস্থাপন, ওপেন হার্ট সার্জারি এবং এই সার্জারির সময় প্রয়োজনীয় অক্সিজেনেটর সরবরাহ। এই তহবিল থেকে শিশু হৃদরোগীদের এএসডি, ভিএসডি চিকিত্সাসহ পিডিএ ডিভাইজ ক্লোজার সরবরাহ করা হচ্ছে। এছাড়া হাতে ও পায়ের রক্তনালীতে ব্লকের চিকিৎসার জন্য এই তহবিলের আওতায় রিং স্থাপনও করা হচ্ছে।


শেয়ার করুন