১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১২:২৭:০৯ পূর্বাহ্ন
গ্রামীণ ব্যাংকের নতুন এমডি সরদার আকতার হামিদ
  • আপডেট করা হয়েছে : ০৮-০৪-২০২৫
গ্রামীণ ব্যাংকের নতুন এমডি সরদার আকতার হামিদ

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন সরদার আকতার হামিদ। তিনি বিভিন্ন ব্যাংকের এমএসএমই, রিটেইল, কৃষি এবং চ্যানেল ব্যাংকিং পরিচালনায় বহুমুখী অভিজ্ঞতায় সমৃদ্ধ।


ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স ও ব্যাংকিংয়ে স্নাতকোত্তর করার পর সরদার আকতার হামিদ ১৯৯৫ সালে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানিতে কর্মজীবন শুরু করেন। ২০০৫ সালে তিনি ব্র্যাক ব্যাংক লিমিটেডে যোগ দেন।


সরদার আকতার হামিদ ২০১৫ সালে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে ব্যাংক এশিয়ায় যোগ দেন। ব্যাংক এশিয়ায় যোগদানের আগে তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডে রিটেইল ব্যাংকিং প্রধান হিসেবে কাজ করেন। 


ব্যাংক এশিয়ায় তিনি অন্যান্য ক্ষেত্রসহ দেশের অন্যতম সর্ববৃহৎ এজেন্ট নেটওয়ার্ক পরিচালনা এবং দেশীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সঙ্গে কৌশলগত সম্পর্ক বিস্তারে কাজ করছেন।


সরদার আকতার হামিদ পোস্ট অফিসের সঙ্গে কৌশলগত কার্যক্রম স্থাপনের মাধ্যমে ব্যাংকের ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে মাইক্রো মার্চেন্ট ধারণার বিকাশে অগ্রণী ভূমিকা পালন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


শেয়ার করুন