২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১০:৩৩:৫৯ অপরাহ্ন
গোদাগাড়ীতে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • আপডেট করা হয়েছে : ১১-০৬-২০২২
গোদাগাড়ীতে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

শুক্রবার (১০) জুন রাত ১০ টার দিকে গোদাগাড়ী পৌর এলাকার রেলবাজার ঘাটের পশ্চিমে বারুইপাড়া পুরাতন মন্দিরের কাছ থেকে ৭৮ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ মনিরুল ইসলাম মনি (৩০) কে গ্রেপ্তার করে র‌্যাব-৫।

আকটকৃত মনিরুল ইসলাম মনি মহিশালবাড়ী গ্রামের আনারুল ইসলামের ছেলে।

র‌্যাব -৫ জানায়, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মানিকচর সীমান্তবর্তী এলাকা হইতে এক ব্যক্তি ফেন্সিডিল সহ পদ্মানদী পেরিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে রেলবাজার ঘাটের দিকে আসছে। র‌্যাব সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ওৎ পেতে অবস্থান করিতে থাকে।

রাত ১০ টার দিকে মাদককারবারি ঘটনাস্থল আসলে তার ডান হাতে থাকা প্লাস্টিকের নেট (জালি) বস্তাসহ পালানোর চেষ্টাকালে ঘটনাস্থলেই বস্তাসহ হাতে-নাতে তাকে আটক করে।

তার বিরুদ্ধে গাদাগাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে র‌্যাব এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে তা নিশ্চিত করেন।

শেয়ার করুন