২০ মে ২০২৫, মঙ্গলবার, ০৭:৪৫:৫৯ অপরাহ্ন
বাঘায় অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার
  • আপডেট করা হয়েছে : ০৫-০৯-২০২৩
বাঘায় অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর এলাকার কুশাবড়িয়া গ্রামের চাররাস্তা মোড়ের বড়াল নদের পাড় থেকে ৭০ বছর বয়সের অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যার পর মরদেহটি উদ্ধার করে পুলিশ।


আড়ানী পৌরসভার কাউন্সিলর ও কুশাবাড়িয়া গ্রামের বাসিন্দা রবিউল ইসলাম বিসয়টি নিশ্চিত করে বলেন, চেক লুঙ্গি পরিহিত অবস্থায় ওই ব্যক্তি উদাম গায়ে উপড় হয়ে সেখানে পড়েছিল। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।


বাঘা থানার ওসি ( তদন্ত) সবুজ রানা বলেন, সোমবার সন্ধ্যা ৭টার দিকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিক তার পরিচয় মেলেনি। মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


 

শেয়ার করুন