২৭ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ০৩:৩৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমটিএফই কেলেঙ্কারি: দায় কার রাজশাহী ও নওগাঁর ২ গ্রামে যাচ্ছে শহরের সুবিধা বিশ্বে খাদ্য মূল্যস্ফীতি কমলেও দেশে বাড়ছে নির্বাচনে বিএনপি আসুক বা না আসুক—বিকল্প রেখে আওয়ামী লীগের ভোটের ছক রাজশাহীতে 'আইসিটি ইন এডুকেশন লিটারেসি ট্রাবলস্যুটিং ও মেইনটেনেন্স 'বিষয়ক ১০ দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী বেনাপোল কাস্টমসের ১৯ কেজি সোনা চুরি: সাক্ষ্য গ্রহণেই আটকা বিচার ২০৪০ সালে শীর্ষ ২০ অর্থনীতির একটি হবে বাংলাদেশ আ.লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের বিলবোর্ড ব্যানার খুলে ফেলার অভিযোগ এবার সত্যিই মারা গেছেন বাংলাদেশের সাবেক কোচ হিথ স্ট্রিক ১৭ ব্যাংককে ৫০ হাজার কোটির বিশেষ সুবিধা
নিয়ন্ত্রণ হারিয়ে টোলপ্লাজায় বাসের ধাক্কা
  • আপডেট করা হয়েছে : ১১-০৬-২০২২
নিয়ন্ত্রণ হারিয়ে টোলপ্লাজায় বাসের ধাক্কা

রাজধানীর গুলিস্তানে কাপ্তানবাজার এলাকায় মেয়র হানিফ ফ্লাইওভারের ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস টোলপ্লাজা কাউন্টারে ঢুকে পড়ে।

সৌভাগ্যক্রমে দুর্ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। এতে অল্পের জন্য রক্ষা পান টোলসংগ্রহকারী কর্মকর্তা। এ সময় লাফিয়ে নিজের প্রাণ বাঁচান বাসচালক।

নাম প্রকাশে অনিচ্ছুক ফ্লাইওভারের এক কর্মকর্তা যুগান্তরকে জানান, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা উৎসব পরিবহনের একটি বাস হানিফ ফ্লাইওভার থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে টোলপ্লাজার ১নং কাউন্টারে গিয়ে সজোরে আঘাত হানে।

টোলপ্লাজার ওই কাউন্টারের সামনে গার্ডার থাকায় প্রাণে বেঁচে যান কাউন্টারে থাকা কর্মকর্তা। এ সময় যাত্রী ও চালক লাফিয়ে গাড়ি থেকে নেমে যান।

খবর পেয়ে ওয়ারী থানা পুলিশ গিয়ে রেকারের সাহায্যে গাড়িটি সরিয়ে নেওয়ার চেষ্টা করছে।

শেয়ার করুন