কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনার জয়সিদ্ধি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে গিয়ে গুরুতর দগ্ধ হয়েছে অয়ন নামে স্থানীয় এক কিশোর।
রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জয়সিদ্ধি বাজারে হাসান মিয়া নামে এক ব্যবসায়ীর সারের দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের আরও দুটি দোকানে ছড়িয়ে পড়ে। এতে বাজারে আতঙ্ক সৃষ্টি হয়।
খবর পেয়ে ইটনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে তিনটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে আগুন নেভাতে গিয়ে অয়ন নামে স্থানীয় এক কিশোর গুরুতরভাবে দগ্ধ হয়। তার শরীরের প্রায় ৬০ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানা গেছে। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার্ড করা হয়। দগ্ধ কিশোর অয়ন জয়সিদ্ধি গ্রামের আলমগীরের ছেলে।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

