০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:৩২:০৩ অপরাহ্ন
‘মাদকাসক্ত সন্তানকে আটক করাতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দম্পতি’
  • আপডেট করা হয়েছে : ২৪-০৫-২০২২
‘মাদকাসক্ত সন্তানকে আটক করাতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দম্পতি’ ‘মাদকাসক্ত সন্তানকে আটক করাতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দম্পতি’

মাদকের ভয়াবহ পরিণতি তুলে ধরতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, মাদকাসক্ত সন্তানের অত্যাচারে অতিষ্ট হয়ে এক দম্পতি আসেন মন্ত্রীর কাছে। এসে তাদের ছেলেকে আটক করার অনুরোধ জানান মন্ত্রীর কাছে। 

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে মন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আমাকে একদিন কেরানীগঞ্জের, আমি নাম বলব না, তার বাবা-মা চলে আসছেন আমার কাছে। দুজনেরই অঝোর কান্না; বলছেন যে- আমার ছেলেকে আপনি আটক করেন।’

কেন আপনার ছেলেকে আটক করব- স্বরাষ্ট্রমন্ত্রীর জিজ্ঞাসায় ওই তারা উত্তর দেন, ‘আমরা কিছুই করতে পারছি না। আমার বাড়ি ঘরের সমস্ত জিনিস বিক্রি করে দিচ্ছে। আমরা তার বাবা-মা, আমাদেরকেও মারছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী এ সময় বাবা-মাকে নৃশংসভাবে হত্যার করা কিশোরী ঐশীর কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, ‘আপনারা নিশ্চয়ই ঐশীর কথা ভুলে যাননি। মাদকাসক্ত হলে মানুষ কী করে? তাদের যে জ্ঞান- তা হারিয়ে ফেলে, সবকিছু হারিয়ে ফেলে। সেটার জন্য তাদের মানসিক চিকিৎসার প্রয়োজন।’

এ বিষয়ে প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুযায়ী তার মন্ত্রণালয় কাজ করছে বলে মন্ত্রী জানান।

অনুষ্ঠানে দেশের ১৫টি বেসরকারি মাদক নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রকে আর্থিক অনুদান দেওয়া হয়। 

শেয়ার করুন