০৪ ডিসেম্বর ২০২৪, বুধবার, ০২:৫২:৪২ অপরাহ্ন
সহকর্মীকে বিয়ে করে পালিয়েছেন রাসিকের আরবান হেলথ সেন্টারের পিএম
  • আপডেট করা হয়েছে : ১১-০৯-২০২৩
সহকর্মীকে বিয়ে করে পালিয়েছেন রাসিকের আরবান হেলথ সেন্টারের পিএম

রাজশাহী সিটি কর্পোরেশনের আরবান প্রাইমারি হেল্প সেন্টারের প্রধান (পিএম) রিয়াজউদ্দিন এক নারী সহকর্মীকে বিয়ে করে পালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। হেলথ সেন্টারের একজন সহকর্মীকে বিয়ে করে কয়েক মাস সংসারের পর পালিয়েছেন রিয়াজ উদ্দিন। রিয়াজের পূর্বের স্ত্রী ও সন্তান আছে। তার মেয়ে রুয়েটে লেখাপড়া করেন। তার স্ত্রীও চাকরি করেন নগরীর কাশিয়াডাঙ্গা আরবান প্রাইমারি হেল্প সেন্টারে। রিয়াজউদ্দিনের বিরুদ্ধে এর আগেও আরবান সেন্টারের একাধিক নারীর সাথে অপ্রীতিকর কথোপকথন রয়েছে।


এই রিয়াজউদ্দিনের কারণে রাজশাহী সিটি কর্পোরেশনের আরবান হেলথ কেয়ার প্রজেক্ট কিছুটা মুখ থুবড়ে পড়েছে। নারীলোভী রিয়াজের সাথে যেসব নারী সহকর্মীর ভালো সম্পর্ক তাকে কাজ করতে হয় না। আবার রিয়াজের কথা না শুনলেই নারী সহকর্মীদের নানাভাবে হয়রানি করেন তিনি। তারা বিরুদ্ধে নানা অভিযোগের পরেও কোন ব্যবস্থা নেযো হয়নি।


এসব বিষয়ে জানতে চাইলে রিয়াজের ফোনে বার বার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।


শেয়ার করুন