২৮ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ০৬:৫৭:৩৪ অপরাহ্ন
মোদি অত্যন্ত ভয়ংকর : ট্রাম্প
  • আপডেট করা হয়েছে : ২৮-০৮-২০২৫
মোদি অত্যন্ত ভয়ংকর : ট্রাম্প

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘অত্যন্ত ভয়ংকর ব্যক্তি’ আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি আবারও দাবি করেছেন, গত মে মাসে জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে ভারত-পাকিস্তানের যে সংঘাত শুরু হয়েছিল, সেটি তার ফোনকলের কারণে থেমেছিল।


স্থানীয় সময় গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মন্ত্রিসভার বৈঠকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প রাশিয়া-ইউক্রেন সংঘাত ঠেকিয়ে কিভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ এড়িয়েছিলেন সেই বর্ণনা দেন। এরপর ভারত-পাকিস্তান সংঘাতের সময় নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপের বর্ণনা দেন।


খবর হিন্দুস্তান টাইমসের।

এসময় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ তার পাশে বসে ছিলেন। ট্রাম্প বলেন, ‘ভারত-পাকিস্তানের সংঘাত শুরু হলে আমি মোদিকে ফোন করি। তাকে জিজ্ঞেস করি, পাকিস্তানের সঙ্গে কী চলছে? আমি তাকে একজন অত্যন্ত ভয়ংকর মানুষ মনে করি।


ফোনকলে তার রাগ ও ঘৃণা স্পষ্ট বোঝা যাচ্ছিল। দুই দেশের মধ্যে এই বৈরিতা অবশ্য বহু পুরনো, শত শত বছরের শত্রুতার মতো।’

ট্রাম্প আরো জানান, ওই ফোনকলে তিনি মোদিকে সতর্ক করেছিলেন, ‘আমি বলেছিলাম, আমি আপনাদের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তি করতে চাই না। যদি সংঘাত পরমাণু যুদ্ধ পর্যন্ত গড়ায়, তাহলে সেটাই আপনাদের পরিণতি হবে।


আমি আরো বলেছিলাম, আগামীকাল যদি ফোন না করেন এবং সংঘাত না থামান; তাহলে শুধু বাণিজ্য চুক্তিই বাতিল করব না, এমন শুল্ক আরোপ করব যাতে আপনাদের মাথা ঘুরে যাবে।’

ট্রাম্পের দাবি, তার সঙ্গে আলোচনার পাঁচ ঘণ্টার মধ্যে চুক্তিটি সম্পন্ন হয়েছিল। তার ভাষ্য, পাঁচ ঘণ্টার মধ্যে এটি (চুক্তি) সম্পন্ন হয়েছে। এখন হয়তো আবার (যুদ্ধ) শুরু হবে—আমি জানি না, তবে হবে না বলেই মনে করি। তবে যদি (যুদ্ধ শুরু) হয়, তাহলে আমি এটি বন্ধ করব।


আমরা এগুলো হতে দিতে পারি না।’

ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতিতে মধ্যস্থতার যে দাবি ট্রাম্প করে আসছেন, তা বরাবরই অস্বীকার করে আসছে ভারত। নয়াদিল্লির দাবি, পাকিস্তানের অনুরোধের পরিপ্রেক্ষিতে গত ১০ মে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল। চুক্তিটি দ্বিপক্ষীয় ও নিঃশর্ত ছিল এবং কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়াই সম্পন্ন হয়েছিল।


গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পেহেলগামে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়। এরপর গত ৪ মে পাকিস্তানে হামলা চালায় ভারত। ‘অপারেশন সিন্দূর’ নামের ওই অভিযানে ৭০ জনের বেশি নিহত হয়। জবাবে পাকিস্তান সেনাবাহিনী গত ৭ মে ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’ শুরু করে। এই অভিযানে ভারতের ৩১ জন নিহত এবং ২৭ জন আহত হয় বলে দাবি পাকিস্তানের।


টানা পাঁচ দিন সংঘাত চলার পর গত ৯ মে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়। ইসলামাবাদ এ জন্য ট্রাম্পকে কৃতিত্ব দিলেও সেই দাবি নাকচ করে দিয়েছে নয়াদিল্লি। এরপর ট্রাম্পের সঙ্গে ভারতের সম্পর্ক ক্রমেই অবনতি হয়েছে। এরই ধারাবাহিকতায় ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যা গতকাল বুধবার থেকে কার্যকর হয়েছে। 


শেয়ার করুন