২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ০৫:১০:১৬ পূর্বাহ্ন
সেই ওসির কথায় সুর মেলানো আওয়ামী লীগ নেতাকে জিজ্ঞাসাবাদ
  • আপডেট করা হয়েছে : ২০-০৯-২০২৩
সেই ওসির কথায় সুর মেলানো আওয়ামী লীগ নেতাকে জিজ্ঞাসাবাদ

 রাজশাহীর চারঘাট মডেল থানার ওসি মাহবুবুল আলমের এক নারীর কাছে সাত লাখ টাকা ঘুষ চাওয়ার ফাঁস হওয়া অডিওর সূত্র ধরে আওয়ামী লীগের এক নেতাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেই অডিওর একটি অংশে ওই আওয়ামী লীগ নেতার কণ্ঠ শোনা যায়।


তার নাম জাহাঙ্গীর আলম ওরফে রুবেল। তিনি চারঘাটের শলুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও একই ইউনিয়নের হলিদাগাছী দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের শিক্ষক। জাহাঙ্গীর আলমকে মঙ্গলবার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় বলে ওই বিদ্যালয় সূত্রে জানা যায়। একজন এসআই তাকে গাড়িতে করে থানায় নিয়ে যান। পরে জিজ্ঞাসাবাদ করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।


ওসি মাহবুবুল আলমের বিরুদ্ধে গত শনিবার বিকেলে রাজশাহীর পুলিশ সুপারের কাছে একটি লিখিত অভিযোগ দেন সাহারা খাতুন (২৮) নামের এক নারী। এর সঙ্গে ঘুষ চাওয়ার ৬ মিনিট ৫৩ সেকেন্ডের কথোপকথনের একটি রেকর্ডও সংযুক্ত করা হয়। ওই দিন সন্ধ্যার পর থেকে অডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর ওসি মাহবুবুলকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।


যদিও ফাঁস হওয়া অডিওর বক্তব্য ‘এডিটেড’ (সম্পাদনা করা) বলে দাবি করেছেন মাহবুবুল আলম। তিনি গত সোমবার সাংবাদিকদের বলেছেন, তারা উভয়ই মাদক ব্যবসায়ী। তাদের মধ্যে দ্বন্দ্ব। তিনি কোনো মাদক ব্যবসায়ীকে স্বাধীনভাবে চলতে দেন না। এই কারণে তারা পরিকল্পনা করে এডিট করে অডিও ছেড়ে দিয়েছেন।


এ ঘটনায় গত রোববার একটি তিন সদস্যের তদন্ত কমিটিও করে দিয়েছেন পুলিশ সুপার সাইফুর রহমান। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বুধবার ছিল তদন্তের তৃতীয় দিন।


এদিকে, অভিযোগকারী চারঘাটের শলুয়া ইউনিয়নের চামটা গ্রামের বাসিন্দা সাহারা খাতুনকেও মঙ্গলবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে ডাকা হয়েছে। তিনি জানিয়েছিলেন, তাকে ও তার ছেলেকে পুলিশ সুপারের কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্ত কমিটির সদস্যরা তাদের দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করে এবং জবান বন্দি রেকর্ড করে।

শেয়ার করুন