২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ০৩:২৭:০৩ অপরাহ্ন
নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় আহত ৩, টাকা, স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ
  • আপডেট করা হয়েছে : ২২-০৯-২০২৩
নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় আহত ৩, টাকা, স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ

রাজশাহী নগরীর কয়েরদাড়া এলাকায় কবুতর চুরি ঘটনাকে কেন্দ্র করে তিনজনকে মারপিট করে আহত করা হয়েছে। গত মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, কয়েরদাড়া এলাকার শফিকুল ইসলাম, সোহাগ (৩২), রেজাউল (২২)। আহতদের মধ্যে শফিকুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এ ঘটনায় শফিকুল ইসলামের স্ত্রী লাল বানু বাদি হয়ে নগরীর বোয়ালিয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন।


অভিযোগে জানা যায়,  শফিকুল ইসলাম গত ১৯ সেপ্টেম্বর রাত ৮টার দিকে নগরীর কয়েরদাঁড়া (পুরাতন মসজিদের উত্তর পার্শ্বে) ছিলেন। এসময় একই এলাকার আনোয়ার হোসেন (৪৫), অন্তর (২৫),  মারুফ (২২), মানিসহ (৩৫) আরো  ৫ থেকে ৬ জন কিশোর গ্যাংয়ের সদস্য দেশীয় অস্ত্র হকিস্টিক, জিয়াই পাইপ, হাতুড়ি, কাঠ, শাবল, হাসুয়া  দিয়ে শফিকুল ইসলামের উপর হামলা চালায়।   এসময় শফিকুল ইসলাম তাদের হাত থেকে বাঁচানোর জন্য বাসার ভেতর ঢুকলে সেখানেও তারা  প্রবেশ করে এবং রুমের দরজা জানালা ভাংচুর ও শফিকুল ইসলামকে এলোপাথাড়ীভাবে মারপিট আহত করে।


এসময় ওই এলাকার সোহাগ, ডাবলুসহ কয়েকজন শফিকুলকে রক্ষা করতে এগিয়ে এলে তারা তাদেরও মারপিট করে আহত করে। মারপিট করে তারা শফিকুলের ঘর থেকে একলক্ষ দশ হাজার টাকা, শফিকুলের গলায় থাকা পঞ্চাশ হাজার টাকা মূল্যের স্বার্ণের চেইন একটিপনের হাজার টাকা মূল্যের মোবাইল নিয়ে যায়। এছাড়াও শফিকুল ইসলামের স্ত্রী বাধা দিতে গেলে তাকেও মারপিট করা হয়।


পরে শফিকুল ইসলাম ও তার স্ত্রীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে। একই সাথে আহতদের রামেক হাসপাতালে ভর্তি করেন।


এদিকে ঘটনার পর নগরী উপশহর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শ ন করে। নগরী উপশহর পুলিশ ফাঁড়ির এসআই সোহেল রানা জানান, মারপিটের ঘটনায় অভিযোগে থানায় অভিযোগ দেয়া হয়েছে। বিষয়ট আমরা খতিয়ে দেখছি। দোষি ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।


শেয়ার করুন