২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ০৬:২২:৫২ পূর্বাহ্ন
কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো করোনায় আক্রান্ত
  • আপডেট করা হয়েছে : ১৪-০৬-২০২২
কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো  করোনায় আক্রান্ত

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার এক টুইটবার্তায় এ খবর তিনি নিজেই জানিয়েছেন।

টুইটে ট্রুডো লিখেছেন, আমার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। আমি সরকারের স্বাস্থ্যসংক্রান্ত বিধিনিষেধগুলো মেনে চলব এবং আইসোলেশনে থাকব।  খবর রয়টার্সের।

ট্রুডো আরও জানান, তার করোনার টিকা নেওয়া আছে। এ কারণে ভালো বোধ করছেন। তাই যদি কেউ টিকা না নিয়ে থাকেন, তা হলে দ্রুত টিকা নেওয়ার পরামর্শ দেন তিনি। পারলে বুস্টার ডোজও নিতে বলেন ট্রুডো।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে প্রথমবারের মতো ট্রুডোর করোনা শনাক্ত হয়েছিল। সে সময় তার তিন সন্তানের মধ্যে দুজনের শরীরেও করোনার উপস্থিতি পাওয়া যায়।

কানাডায় করোনায় এ পর্যন্ত ৩৮ লাখ ৯৭ হাজার ৪৫০ জন আক্রান্ত হয়েছেন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪১ হাজার ৫১৯ জনের।

গত ২৪ ঘণ্টায় কানাডায় নতুন করে ৬৫৯ জন করোনায় আক্রান্ত হন। এই দিন মৃত্যু হয়েছে দুজনের।

শেয়ার করুন