২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১২:১৯:৪৭ অপরাহ্ন
গাজার হাসপাতালে হামলায় ‘স্তম্ভিত’ জাতিসংঘ মহাসচিব, বিশ্বজুড়ে নিন্দার ঝড়
  • আপডেট করা হয়েছে : ১৮-১০-২০২৩
গাজার হাসপাতালে হামলায় ‘স্তম্ভিত’ জাতিসংঘ মহাসচিব, বিশ্বজুড়ে নিন্দার ঝড়

গাজা উপত্যকার হাসপাতালে বোমা হামলায় অন্তত ৫০০ মানুষের মৃত্যুর ঘটনায় ‘স্তম্ভিত’ হয়েছেন বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। আন্তর্জাতিক মানবাধিকার ও দাতব্য সংস্থাগুলোর পাশাপাশি মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানেরাও হামলার নিন্দা জানাচ্ছেন।  বিধ্বস্ত হাসপাতালের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন অনেকে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স এসব তথ্য জানিয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে মধ্য গাজার আল-আহলি আরব নামের হাসপাতালে বোমা হামলা হয়। নিরাপদ ভেবে আশ্রয় নিয়েছিল ইসরায়েলি হামলায় আহত শত শত রোগী ও গৃহহীন অসংখ্য বাসিন্দা।

জাতিসংঘের মহাসচিব এক্স বার্তায় বলেন, ‘গাজার হাসপাতালে এই হামলায় আমি স্তম্ভিত। আমি এর তীব্র নিন্দা জানাই। হতাহত ও তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আন্তর্জাতিক আইন অনুযায়ী হাসপাতাল ও চিকিৎসা কর্মকর্তারা সুরক্ষিত।’

মধ্যপ্রাচ্যে নজিরবিহীন মানবিক দুর্ভোগ লাঘবে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান গুতেরেস।

এদিকে হামলার জন্য হামাস ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি দোষারোপ চলছে। ইসরায়েলের এই হামলার পেছনে যুক্তরাষ্ট্রের সম্মতি আছে বলে হামাসের মুখপাত্র ওসামা হামদান অভিযোগ করেছেন।

তিনি বলেন, ‘সবারই বোঝা উচিত, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন গতকাল ইসরায়েলের মন্ত্রিসভার সঙ্গে দীর্ঘ সময় বৈঠক করেছেন। জো বাইডেনও আজ ইসরায়েল সফরে যাচ্ছেন।’

আর হামাস নেতা ইসমাইল হানিয়া বলেছেন, ‘হাসপাতালে হামলা শত্রুপক্ষের নৃশংসতা ও হেরে যাওয়ার প্রতিক্রিয়ারই প্রকাশ। চলমান সংঘাতের মোড় ঘুরিয়ে দেবে এই হামলা।’

তবে হামলার অভিযোগ অস্বীকার করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, গাজার সন্ত্রাসীদের ছোড়া রকেটই নিশানায় গিয়ে পৌঁছাতে ব্যর্থ হয়ে ওই হাসপাতালে আঘাত হেনেছে।

ইসরায়েলে সশস্ত্র বাহিনীর (আইডিএফ) এক মুখপাত্র বলেন, ‘বিশ্লেষণে দেখা গেছে, গাজার সন্ত্রাসীদের ছোড়া বেশ কয়েকটি রকেট আঘাত হানার সময় গাজার আল-আহলি হাসপাতালের কাছে যাচ্ছিল। আমাদের হাতে থাকা একাধিক সূত্র থেকে গোয়েন্দা তথ্য এ কথাই বলে যে, গাজার হাসপাতালে রকেট হামলার জন্য ইসলামিক জিহাদ দায়ী।’

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র এই হামলাকে ‘গণহত্যা’ ও ‘মানবিক বিপর্যয়’ বলে নিন্দা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠকও বাতিল করেছেন মাহমুদ আব্বাস।

শেয়ার করুন