২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৭:৩৭:৪৮ অপরাহ্ন
জেমসের সঙ্গে ঢাকায় গাইবে চন্দ্রবিন্দু ও ফসিল্‌স
  • আপডেট করা হয়েছে : ২৬-১০-২০২৩
জেমসের সঙ্গে ঢাকায় গাইবে চন্দ্রবিন্দু ও ফসিল্‌স

গানে গানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন বর্ষের শিক্ষার্থীদের স্বাগত জানাবেন জেমস। তাঁর সঙ্গে প্রথমবারের মতো একই মঞ্চে গান শোনাবে পশ্চিমবঙ্গের জনপ্রিয় দুই ব্যান্ড ‘চন্দ্রবিন্দু’ ও ‘ফসিল্‌স’। আগামী ২ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে হবে এই আয়োজন। নতুন বর্ষের শিক্ষার্থীদের বরণ করে নিতে ওই দিন নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। এ অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে রাখা হয়েছে নগরবাউল, চন্দ্রবিন্দু ও ফসিল্‌স—এ তিন ব্যান্ডের পরিবেশনা। ২ নভেম্বর সন্ধ্যা থেকে এ কনসার্ট শুরু হওয়ার কথা। আয়োজকদের পক্ষ থেকে জানা গেছে, এরই মধ্যে তিন ব্যান্ডের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়েছে। অনুষ্ঠান সফল করতে চলছে জোর প্রস্তুতি।


চন্দ্রবিন্দুর গান মানেই হই-হুল্লোড়, সহজ কথায় গভীর বিষয়ের স্বাদ। শুধু পশ্চিমবঙ্গ নয়, তিন দশকের বেশি সময় ধরে এ ব্যান্ডের গান সমান জনপ্রিয় বাংলাদেশের শ্রোতাদের কাছেও। ‘বন্ধু তোমায় এ গান শোনাব’, ‘যদি বলো হ্যাঁ’, ‘ত্বকের যত্ন নিন’, ‘আদরের নৌকা’, ‘ভিনদেশি তারা’, ‘অঙ্ক কী কঠিন’, ‘এভাবেও ফিরে আসা যায়’, ‘জুজু’, ‘এইটা তোমার গান’সহ চন্দ্রবিন্দুর অনেক গান শ্রোতাদের মুখে মুখে ফেরে।


গানের বাইরেও এ ব্যান্ডের প্রধান তিন সদস্য চন্দ্রিল ভট্টাচার্য, অনিন্দ্য চট্টোপাধ্যায় ও উপল সেনগুপ্ত নানাভাবে জনপ্রিয়। বিতর্ক ও বক্তৃতা দিয়ে পরিচিতি পেয়েছেন চন্দ্রিল, অনিন্দ্য চলচ্চিত্র নির্মাতা হিসেবে নাম করেছেন আর উপল ছবি এঁকে জয় করেছেন মানুষের মন। সামনাসামনি তাঁদের দেখা ও গান শোনার সুযোগ হবে, তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ কনসার্ট নিয়ে উৎসাহী শিক্ষার্থীরা।


শেয়ার করুন