২৮ এপ্রিল ২০২৪, রবিবার, ০২:০২:১৬ অপরাহ্ন
রেমিট্যান্সে সুবাতাস, অক্টোবরে এলো ১৯৭ কোটি ডলার
  • আপডেট করা হয়েছে : ০৩-১১-২০২৩
রেমিট্যান্সে সুবাতাস, অক্টোবরে এলো ১৯৭ কোটি ডলার

প্রবাসী আয়ে ফের সুবাতাস বইছে। সদ্য সমাপ্ত অক্টোবর মা‌সে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ১৯৭ কোটি ডলার। এই অঙ্ক গত তিন মা‌সের মধ্যে স‌র্বোচ্চ।


বুধবার (১ ন‌ভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।


এখন বৈ‌দে‌শিক মুদ্রার সংকট কাটা‌তে বেশি দা‌মে ডলার কিনতে পারছে ব্যাংকগু‌লো। প্রবাসী আয়ে সরকারের আড়াই শতাংশ প্রণোদনার স‌ঙ্গে ব্যাংকগুলো আরও ২ দশমিক ৫ শতাংশ বেশি দামে ডলার কিনতে পারছে। অর্থাৎ প্রবাসীরা মোট ৫ শতাংশ প্রণোদনা পাচ্ছে। এর ফ‌লে বৈধ প‌থে দেশে রে‌মিট্যা‌ন্স আসছে। যার কারণে রেমিট্যান্স প্রবাহ কিছুটা বেড়েছে।


কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, অক্টোবরে আসা ১৯৭ কোটি ৭৬ লাখ মার্কিন ডলারের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৫ কোটি ৪৫ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এসেছে ৫ কোটি ৮২ লাখ ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭৫ কোটি ৮৮ লাখ ৬০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬০ লাখ মার্কিন ডলার।


অবশ্য গত সেপ্টেম্বর মাসে শেষ সাড়ে ৩ বছর বা ৪১ মাসের মধ্যে সর্বনিম্ন প্রবাসী আয় আসে বাংলাদেশে, যা পরিমাণে ১৩৪ কোটি ডলার। এর আগে ২০২০ সালের এপ্রিল মাসে ১০৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল।


২০২৩-২৪ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার এবং আগস্টে রেমিট্যান্স এসেছে ১৫৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।


বর্তমানে রেমিট্যান্স ও রফতানি আয়ে ডলারের দাম ৫০ পয়সা বাড়িয়ে পুনর্নির্ধারণ করা হয়েছে। ১ ন‌ভেম্বর থেকে রেমিট্যান্স ও রফতানিকারকদের থেকে প্রতি ডলার ১১০ টাকা ৫০ পয়সায় কিনে আমদানিকারকদের কাছে ১১১ টাকায় বিক্রি করবে ব্যাংকগুলো। আন্তব্যাংকে ডলারের সর্বোচ্চ দর হবে ১১৪ টাকা। এতদিন ১১০ টাকায় ডলার কিনে সর্বোচ্চ ১১০ টাকা ৫০ পয়সায় বিক্রির সিদ্ধান্ত ছিল।


শেয়ার করুন