২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৬:৪৬:৩১ অপরাহ্ন
কমিশন থেকে প্রার্থিতা ফেরত না পেলে হাইকোর্টে যাবেন হিরো আলম
  • আপডেট করা হয়েছে : ০৬-১২-২০২৩
কমিশন থেকে প্রার্থিতা ফেরত না পেলে হাইকোর্টে যাবেন হিরো আলম

প্রার্থিতা ফেরত পেতে নির্বাচন কমিশনে (ইসি) এসেছেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। আজ বুধবার বেলা ১১টা ৪২ মিনিটের দিকে আগারগাঁও নির্বাচন ভবন প্রাঙ্গণে আসেন তিনি। 


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে হিরো আলম মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তবে, যথাযথভাবে মনোনয়নপত্র পূরণ না করায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম তাঁর প্রার্থিতা বাতিলের ঘোষণা দেন।   


হিরো আলম বলেন, ‘এবার যে ছোট-খাটো ভুল হয়েছে, তাতে আমি মনে করি কমিশন থেকে আমার মনোনয়ন ফেরত পাব।’


কমিশন থেকে ফেরত না পেলে কী করবেন—এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলে, ‘আপানারা জানেন, প্রতিবার কমিশন থেকে বাতিলের পর তা হাইকোর্ট  থেকে ফেরত পেয়েছি। এবারও তা-ই করব।’


শেয়ার করুন