২৮ এপ্রিল ২০২৪, রবিবার, ০২:৩৬:২৫ অপরাহ্ন
অধিনায়কত্ব নিয়ে ভাবনা বদলেছে সাকিবের
  • আপডেট করা হয়েছে : ১৭-১২-২০২৩
অধিনায়কত্ব নিয়ে ভাবনা বদলেছে সাকিবের

বিশ্বকাপের পর সাকিব আল হাসান অধিনায়ক থাকছেন না—এমন কথা বাংলাদেশের এক স্পোর্টস চ্যানেলকে তিনি জানিয়েছিলেন ২০২৩ বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে। দীর্ঘ এক সাক্ষাৎকারে অধিনায়কত্বের বিষয়ে সবকিছু স্পষ্ট ব্যাখ্যা করেছেন। বিশ্বকাপ শেষের প্রায় ১ মাস হতে চলল। চোটে পড়ায় সাকিবও আছেন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। সময়ের সঙ্গে সঙ্গে নেতৃত্ব নিয়ে বাংলাদেশের বাহাতি স্পিনিং অলরাউন্ডারের চিন্তা-ভাবনায়ও এসেছে পরিবর্তন। 


সাকিবের পরিবর্তে বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শান্তর নেতৃত্বে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ। সিলেটে সেই সিরিজের প্রথম টেস্টে শান্ত টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই করেন সেঞ্চুরি। এই সিরিজে প্রশংসিত হয়েছে শান্তর অধিনায়কত্ব। নেতৃত্বের নতুন গ্রুপ গড়ে তুলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আশাবাদী করে তুলছেন এই বাঁহাতি ব্যাটার। শান্ত। তাঁরই নেতৃত্বে বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের দুটি সিরিজ খেলবে। এই সফর দিয়ে প্রথমবারের মতো জাতীয় দলের নেতৃত্বের গ্রুপে যুক্ত হলেন মেহেদী হাসান মিরাজ। তিনি নিউজিল্যান্ড সফরে শান্তর ডেপুটি। দলীয় সূত্রের মাধ্যমে জানা গেছে, বিসিবি শান্ত-মিরাজকে দিয়েই ভবিষ্যতের পরিকল্পনা করতে চায়। এ কারণে কঠিন এবং বড় কিছু সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। যদিও জালাল ইউনুস সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সাকিব ফিরলেই তাঁকে অধিনায়কত্ব ফেরানো হবে। 


অন্যদিকে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি। নির্বাচনী কাজে আজ মাগুরায়, তো কাল সাকিব পাড়ি জমাচ্ছেন যুক্তরাষ্ট্রে। তাঁর বয়সও ৩৬ পেরিয়ে গেছে। অধিনায়কত্ব তো বটেই, কত দিন খেলবেন তাও রয়েছে ধোঁয়াশার মধ্যে। বাংলাদেশ ছাত্রলীগের ফেসবুক লাইভে কাল রাতে তাঁর (সাকিব) কাছে ফিরে এসেছে অধিনায়কত্বের প্রসঙ্গ। প্রশ্নটা ছিল, ‘সাকিব আল হাসান কি ওয়ানডের নেতৃত্বে সত্যিই ফিরবেন না?’ তখন বাংলাদেশের অলরাউন্ডার বলেন, ‘আসলে এটা সময়ই বলে দেবে। আমি তো বিশ্বকাপের আগে বলেই গিয়েছিলাম (বিশ্বকাপের পর অধিনায়কত্ব না করার ঘোষণা)। যে কয়দিন খেলব, স্বাধীনভাবে যেন খেলতে পারি। দায়িত্ব তো অনেক নিয়েছি। এখন উপভোগ করতে চাই। আর এখন একটা সিরিজ চলছে। বাংলাদেশ দলকে শুভকামনা। আগামীকাল (আজ) তাদের প্রথম ম্যাচ নিউজিল্যান্ডে।’ 


সাকিবের এবার নাম নেই আইপিএল কিংবা পিএসএলের ড্রাফটেও। নির্বাচনের পর বিপিএল দিয়ে ক্রিকেটে ফেরার পরিকল্পনার কথা কদিন আগে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এক অনুষ্ঠানে বাঁহাতি অলরাউন্ডার জানিয়েছিলেন। আইপিএল-পিএসএল নিলামে নাম না দেওয়ার ব্যাখ্যায় তিনি বলেছিলেন, ‘আইপিএলে নাম দিইনি। পিএসএলে আমার নাম নেই। আমার পরিকল্পনা, পুরো সময়ে জাতীয় দলে যেন দিতে পারি। ভবিষ্যৎ নিয়ে তো কেউ কখনো বলতে পারে না। তবে ইচ্ছা আছে আরও অনেক দিন ক্রিকেট খেলে যাওয়ার।’


শেয়ার করুন