বিভিন্ন দেশের দূতাবাস বা মিশনপ্রধানকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি জানাবে নির্বাচন কমিশন (ইসি)। ৪ জানুয়ারি বিকাল ৩টায় হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে এক সভায় তাঁদের নির্বাচনের অগ্রগতি জানানো হবে। ইসির দায়িত্বশীল কর্মকর্তারা জানান, ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে সংস্থাটি। প্রথমবারের মতো এমন উদ্যোগ নিচ্ছে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। নির্দেশনায় বলা হয়েছে, ৪ জানুয়ারি বিকাল ৩টায় হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের পদ্মা হলরুমে বাংলাদেশে অবস্থিত বৈদেশিক মিশনগুলোর অফিসপ্রধান, আন্তর্জাতিক মিশন বা সংস্থাপ্রধান এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সঙ্গে কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি অবহিতকরণসংক্রান্ত এক সভায় মিলিত হবে। এ অবস্থায় কূটনীতিকদের আমন্ত্রণ জানানোসহ উপস্থিতি নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে ইসি। ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন।
নির্বাচনে প্লাস্টিক, পলিথিনের ব্যবহারে নিষেধাজ্ঞা ইসির : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্লাস্টিক ও পলিথিনের ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল এমন নির্দেশনা দিয়ে রিটার্নিং কর্মকর্তাদের বাস্তবায়নের জন্য বলেছে সংস্থাটি। ইসির উপসচিব মো. আতিয়ার রহমানের পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, প্রচারপত্রে প্লাস্টিকজাত, পলিথিন ব্যবহারে বাধা : জাতীয় সংসদ নির্বাচন পরিবেশবান্ধব এবং একটি ‘সবুজ’ নির্বাচন করার লক্ষ্যে প্রার্থীরা নির্বাচনি কার্যক্রমে বর্জ্য উৎপাদন কমানো/নিরুৎসাহকরণ, প্রচারপত্রে প্লাস্টিকজাত, পলিথিনের আবরণ কিংবা প্লাস্টিক ব্যানার (পিভিসি ব্যানার) ব্যবহার বন্ধকরণসহ প্রচারকাজে পরিবেশবান্ধব সামগ্রী ব্যবহারের ব্যবস্থা নিতে হবে।
প্রচার মাইকের শব্দ ৬০ ডেসিবেলের নিচে রাখার নির্দেশ : দ্বাদশ সংসদ নির্বাচনে প্রচার মাইকের শব্দের মাত্রা ৬০ ডেসিবেলের নিচে রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল এ নির্দেশনা দিয়ে তা রিটার্নিং কর্মকর্তাদের বাস্তবায়নের জন্য বলেছে সংস্থাটি। ইসির উপসচিব মো. আতিয়ার রহমানের পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, প্রচারকাজে ব্যবহৃতব্য মাইকিংয়ে শব্দের মানমাত্রা ৬০ ডেসিবেলের নিচে রাখার ব্যবস্থা করতে হবে। এর আগে এক নির্দেশনায় ইসি বলেছিল, দুপুর ২টা থেকে রাত ৮টার মধ্যে মাইকের ব্যবহার সীমাবদ্ধ রাখতে হবে।