০৬ জুলাই ২০২৫, রবিবার, ০৫:১২:৫৮ অপরাহ্ন
আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশ
  • আপডেট করা হয়েছে : ০৬-০৭-২০২৫
আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশ

টানা ব্যর্থতায় ৯ থেকে ১০ এ নেমে গিয়েছিল টাইগাররা। শনিবার শ্রীলংকাকে হারিয়ে সিরিজে ফেরার ম্যাচে সুখবর এসেছে। পুরোনো জায়গায় ফিরেছে বাংলাদেশ। আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ে এখন নয় নম্বরে মেহেদী হাসান মিরাজের দল।


মে মাসে সর্বশেষ এক বছরের পারফরম্যান্সকে শতভাগ এবং আগের দুই বছরের ফলাফলের ৫০ শতাংশ বিবেচনায় র‌্যাংকিং হালনাগাদ করে আইসিসি। ৭৬ রেটিং পয়েন্টে ১০ নম্বরে নেমে গিয়েছিল বাংলাদেশ। এবার করেছে পূনরুদ্ধার।


লঙ্কায় শনিবার সিরিজ বাঁচানোর লড়াইয়ে দারুণ জয় তুলেছে বাংলাদেশ। শ্রীলংকাকে ১৬ রানে হারানোর দিনে সিরিজ বেঁচেছে, সঙ্গে দুটি রেটিংও যুক্ত হয়েছে। তাতেই এই উন্নতি। বাংলাদেশের কাছে হেরে পয়েন্ট খুইয়েছে শ্রীলংকা। তারা নেমে গেছে ৫ নম্বরে। ১০ নম্বরে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ। 


র‌্যাঙ্কিংয়ে ভারতের এখনও শীর্ষে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া।


শেয়ার করুন